হোম > সারা দেশ > রংপুর

বিএনপি প্রার্থীকে শুভেচ্ছা জানালেন জামায়াত প্রার্থী

উপজেলা প্রতিনিধি, কাহারোল (দিনাজপুর)

জামায়াতের প্রার্থী মতিউর রহমান ও বিএনপি প্রার্থী মনজুরুল ইসলাম

দিনাজপুর—১ (বীরগঞ্জ - কাহারোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে মঞ্জুরুল ইসলাম মুঞ্জুর নাম ঘোষণা করায় তৎক্ষণিক শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান। সোমবার ফেসবুক পোস্টে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

দাঁড়িপাল্লার নমিনি মতিউর তার ফেসবুকে লেখেন, শুভেচ্ছা ও অভিনন্দন মনজুরুল ভাই। দিনাজপুর—১ (বীরগঞ্জ - কাহারোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির ১ নম্বর সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি এবং বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পাওয়ায় মনজুরুল ইসলামকে ব্যক্তিগতভাবে আমি শুভেচ্ছা জানাচ্ছি। রাজনীতিবিদ হিসেবে তিনি আমার কাছে শ্রদ্ধেয় ও সম্মানিত মানুষ। ব্যক্তি জীবনে তিনি সজ্জ্বন ও ভদ্র মানুষ।

গণতান্ত্রিক ব্যবস্থাপনায় ভিন্ন ভিন্ন চিন্তা ও দর্শন নিয়ে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থাকবে। আমরা আমাদের রাজনৈতিক চিন্তাধারা জনপরিসরে তুলে ধরব; দিনশেষে জনতাই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

তিনি আরো লেখেন, মনজুরুল ভাই, তার দল এবং দলীয় নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা। আশা করছি, আমরা একটা জম্পেশ নির্বাচনী মাঠের লড়াইয়ে নামব এবং আমাদের সংসদীয় আসনকে বাংলাদেশের বুকে উদার, সহনশীল ও গণতান্ত্রিক হিসেবে তুলে ধরতে পারব। বীরগঞ্জ—কাহারোল জিন্দাবাদ৷ বাংলাদেশ জিন্দাবাদ।

এ বিষয়ে মতিউর রহনানের কাছে জানতে চাইলে তিনি আমার দেশ-কে বলেন, জামায়াত একটি জনকল্যাণ, ন্যায় ও সাম্যের বাংলাদেশ গড়তে চায়, তাই আমরা প্রতিপক্ষকে কখনো প্রতিন্দ্বন্দ্বী মনে করি না। আমরা আমাদের যায়গা থেকে মানুষকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো, কেউ যদি আমাদের চেয়ে বেটার দিতে পারে আমরা তাকে অভিনন্দন জানাবো।

এমডি মাহফুজুর রহমান লিখেন, তার এমন শুভেচ্ছা জানানোকে নতুন রাজনীতির বার্তা হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা সেই পোস্টে কমেন্ট করে এমডি মাহফুজুর রহমান লেখেন, বন্ধু মতিউর রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাই তার ইতিবাচক চিন্তা ও ভদ্র রাজনীতির জন্য। ভিন্ন মত থাকলেও পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে যে উদার ও গণতান্ত্রিক মানসিকতা তিনি প্রকাশ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। রাজনীতিকে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের মঞ্চে রূপান্তরিত করার এই দৃষ্টিভঙ্গি দেশের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

এম আমিনুল ইসলাম লেখেন, আগামীর বাংলাদেশে রাজনীতি হোক পরস্পর সৌহার্দ্যপূর্ণ, ন্যায়ভিত্তিক ও দায়িত্বশীল।

মুরসালিম হক লেখেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি এমন চমৎকারভাবে অভিনন্দন জানানো বিরল ঘটনা! মাশাআল্লাহ। ফি আমানিল্লাহ। এভাবেই দেশটা এগিয়ে যাক সুন্দরের পথে।

শহিদুলকে মনোনয়ন না দেওয়ায় অর্ধদিবস হরতাল পালিত

লামায় বিনামূল্যে বীজ উপকরণ পেলেন ৩০ কৃষক

জাবি অধ্যাপকের বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা

চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে মনোনয়ন বঞ্চিতের আগুন

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, একাডেমিক কার্যক্রম বন্ধ

সৌহার্দ্যের বার্তা দিয়ে বিএনপি প্রার্থীকে জামায়াত প্রার্থীর শুভেচ্ছা

রাতের ভোটের দুই এমপি পেলেন আবারো বিএনপির মনোনয়ন

হাসিনার বিচার শেষ কবে হবে জানালেন মাহফুজ আলম

যুবদল নেতা নয়ন ও নিতাই চৌধুরীর সমর্থকদের সংঘর্ষে আহত ১৫

হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে ৩ যাত্রী নিহত, আহত ২০