হোম > সারা দেশ > রাজশাহী

নাশকতার উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ঢুকছে আগ্নেয়াস্ত্র

শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। ধারণা করা হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো একটি পক্ষ দেশে নাশকতার উদ্দেশ্যে এসব অস্ত্র নিয়ে আসছে।

মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

এর আগে মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষা বিওপির রাঘববাটি এলাকায় এ অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, দেশের বিরাজমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্ত এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সীমান্তের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হয়। সীমান্ত থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাঘববাটি এলাকা দিয়ে অবৈধভাবে বিদেশি অস্ত্র প্রবেশের সম্ভাবনা রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে সকালে রাঘববাটি এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল।

অভিযানকালে এক সন্দেহভাজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তাকে ধাওয়া করলে তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত সীমান্তের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়। তিনি আরও জানান, এর আগেও গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে পৃথক একটি বিশেষ অভিযানে ৫৩ বিজিবি ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি জব্দ করেছিল।

বিজিবি অধিনায়ক আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো একটি পক্ষ দেশে নাশকতার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে আসছে।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে কুমিল্লা থেকে ঢাকায় যাবে লক্ষাধিক নেতাকর্মী

বাউফলে জামায়াতে যোগ দিলেন বিএনপির হেলাল মুন্সী

১৫০ আসনের প্রশ্নে যা বললেন মুফতি ফয়জুল করিম

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে শার্শায় বিএনপির আনন্দ মিছিল

দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপির সাবেক তিনবারের এমপি

কুমিল্লায় ১১টি আসনে ৮২ প্রার্থীর মনোনয়নপত্র বিতরণ

বড়পুকুরিয়ার কয়লা কমদামে বিক্রির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রংপুর-৪ আসনে এনসিপির আখতার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

ক্ষমতায় গেলে ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করবে জামায়াত

ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. মানিকের মনোনয়নপত্র সংগ্রহ