হোম > সারা দেশ > চট্টগ্রাম

১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নাগরিক আটক

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ায় যাত্রীবাহী একটি অটোরিকশা ধাওয়া করে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার গভীর রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার হিজলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে কুতুপালং ক্যাম্পের মীর আহমেদের ছেলে মো. আব্দুল্লাহ (৩৪) কে আটক করা হয়৷

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার রাতে কুতুপালং এলাকা থেকে অটোরিকশা যোগে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ মাদক কক্সবাজারে পাচারের উদ্দেশ্যে রওনা দিয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান শুরু করে। পরে কুতুপালং এলাকা থেকে কক্সবাজারগামী একটি সন্দেহজনক অটোরিকশাকে ধাওয়া করা হয়। রাজাপালং ইউনিয়নের হিজলিয়া এলাকায় পৌঁছালে অটোরিকশাটি থামিয়ে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা।

তল্লাশিতে অটোরিকশার চালকের আসনের সামনের বক্স ও সিটের নিচ থেকে উদ্ধার করা হয় ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা। এ সময় চালকের ছদ্মবেশে থাকা রোহিঙ্গা ইয়াবা পাচারকারী মো. আব্দুল্লাহকে আটক করা হয়।

৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খায়রুল আলম বলেন, মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবেই এ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার সম্ভব হয়েছে। আটককৃত রোহিঙ্গাকে থানায় হস্তান্তর করা হয়েছে৷

উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, বিজিবি থেকে গ্রেফতার ব্যক্তি থানার হেফাজতে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে৷ এই এলাকায় মাদক প্রতিরোধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।

বিএনপি নেতা হাবিবুর রহমানকে জামায়াত নেতার চ্যালেঞ্জ

টঙ্গীতে নির্মাণাধীন বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর

মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

ছুটি ছাড়া টানা ৮৭ দিনই কর্মস্থলে অনুপস্থিত পৌরসভার প্রকৌশলী

হাসিনার মাধ্যমে এদেশে ইসলাম বিরোধী শক্তি সৃষ্টি হয়েছিল

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিএনপি-জামায়াতের সমন্বয় সভা

অপহরণের ৬ দিন পর ১২ লাখ টাকার মুক্তিপণে মুক্তি নুরুল ইসলাম

জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার কিল-ঘুষিতে চাচার মৃত্যু

মনে রাখবেন, দুনিয়ার মোহ-ই সকল অন্যায়ের কারণ: চরমোনাই পীর

বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুলের মোটরসাইকেল শোডাউন