ভূমিকম্পের সময় গাজীপুরে তাড়াহুড়া করে ভবন থেকে বের হতে গিয়ে অন্তত ৪০০ জন আহত হয়েছেন; যাদের অধিকাংশই শ্রমিক বলে জানিয়েছে প্রশাসন।
শুক্রবার বেলা ১০টা ৩৮ মিনিটের দিকে এ ভূমিকম্পের ঘটনা ঘটে। কয়েক সেকেন্ডের ঝাঁকুনিতে আতঙ্কে ঘরবাড়ি, অফিস, কারখানা ছেড়ে মানুষ রাস্তায় নেমে আসে।
গাজীপুরের সিভিল সার্জন মো. মামুনুর রহমান বলেন, জেলায় মোট ৪০০ জন আহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ জন, ছোটখাটো আঘাত নিয়ে চিকিৎসা নিয়েছেন ৯৭ জন। টঙ্গীতে চিকিৎসা পেয়েছেন ৯০ জন। গুরুতর আহত ৪৩ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
এ ছাড়া শ্রীপুর, কালিয়াকৈর, কাপাসিয়া ও গাজীপুর সদরের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি ও চিকিৎসা অব্যাহত রয়েছে।