বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বগুড়া জেলা বিএনপির আয়োজনে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে স্মরণকালের বৃহৎ গণ-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই সময় বৃহৎ মাঠটি কানায়-কানায় পূর্ণ হয়ে যায়।
সোমবার বাদ আছর উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা,বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ প্রমুখ।
আছরের নামাজ শেষে দীর্ঘদিন পর মাঠে স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় দোয়া অনুষ্ঠিত।