হোম > সারা দেশ > খুলনা

নির্বাচন হওয়ার আগেই একটি দল ক্ষমতায় চলে এসেছে: সাদিক কায়েম

স্টাফ রিপোর্টার, যশোর ও ঝিকরগাছা প্রতিনিধি

ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগেই ঘোষণা দিয়েছে তারা ক্ষমতায় চলে এসেছে। কেউ যদি আবার নব্য ফ্যাসিস্ট হতে চান, আবার কেন্দ্র দখলের মাধ্যমে মেকানিজম করে নির্বাচন করতে চান, তাহলে তাদের অবস্থা ফ্যাসিস্ট শেখ হাসিনার থেকে ভয়াবহ হবে।

শুক্রবার বিকালে ঝিকরগাছার বিএম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত গণজমায়েতে এসব কথা বলেন তিনি।

প্রধান বক্তা সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ পেয়েছি। এ দেশের তরুণ প্রজন্ম বারবার ভোট থেকে বঞ্চিত হয়েছে, এবার সময় এসেছে ভোটের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করার। তাই নির্বাচনের দিন সবাই মিলে কেন্দ্র পাহারা দিতে হবে।

তিনি আরো বলেন, আমরা রাজনীতিতে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই; যে রাজনীতি হবে গরিবের জন্য, সমতার জন্য, মুক্তির জন্য, ইসলামের জন্য।

যতদিন ইনসাফ কায়েম না হবে, ততদিন জুলাইয়ের আন্দোলন চলবে মন্তব্য করে ডাকসু ভিপি বলেন, এখনো শেখ হাসিনাকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। খুনি হাসিনার রাজনীতি বাংলাদেশে আর চলবে না। বাংলাদেশে রাজনীতি করবে তারাই, যারা বাংলাদেশপন্থি।

বাংলাদেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে তিনি বলেন, দেশের চিকিৎসাব্যবস্থা ভঙ্গুর হয়ে গেছে। এ অবস্থার আমূল পরিবর্তন দরকার। দেশের সব হাসপাতালকে সিন্ডিকেটমুক্ত করতে হবে।

গণজমায়েতে যশোর জেলা পশ্চিমের সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।

মোসলেহ উদ্দীন ফরিদকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে সাদিক কায়েম বলেন, সত্যকে বিজয়ী করার জন্য, স্বপ্নের চৌগাছা ও ঝিকরগাছা করার জন্য আমাদের মোসলেহ উদ্দীন ফরিদ ভাইকে দরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, যশোর-১ আসনের প্রার্থী মাওলানা আজিজুর রহমান, যশোর-৩ আসনের প্রার্থী আব্দুল কাদের এবং যশোর-৫ আসনের প্রার্থী গাজী এনামুল হক।

সিলেটে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপিত

নবীনগরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

চোরা বালুতে প্রাণ গেল শিশুর

ভূমিকম্পে নরসিংদীর ৫ জনসহ সারা দেশে নিহত ১১

আমার দেশ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, ১০ সংগঠনের বিবৃতি

৭০০ মাদরাসা শিক্ষার্থী পেল উষ্ণতার ছোয়া

গাজীপুর জেলায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির তথ্য

নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির তথ্য

লকডাউন ঘিরে নাশকতা, আ.লীগের ১১ শতাধিক নেতাকর্মীর নামে চার মামলা

আসলাম চৌধুরীর মনোনয়নের দাবিতে কর্নেলহাটে তৃণমূলের বিক্ষোভ