চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগামী অজ্ঞাত গাড়ির ধাক্কায় দীপন চন্দ্র নাথ (৪২) নামে এক ভ্যানগাড়ি চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো এক পথচারী। শনিবার সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দীপন মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার হিরালাল চন্দ্র নাথের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, দীপন রিকশাভ্যান যোগে বিভিন্ন বিকারি পণ সরবরাহ করতেন। প্রতিদিনের মতো শনিবার সকালে গোডাউন থেকে পণ নিয়ে কমলদহ থেকে বড়দারোগাহাট যাচ্ছিল। এসময় চট্টগ্রামমুখী একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুত্বর আঘাত পায়। উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এসময় এক পথচারী আহত হয়েছে। তাকে উদ্ধার করে চমেকে প্রেরণ করা হয়। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির রাব্বানি জানান, শনিবার সকালে কমলদহ এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত ভ্যান ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।