হোম > সারা দেশ > ঢাকা

ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে, ৩ লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে পানিতে পড়ে গেছে ট্রাকসহ ৫টি যানবাহন। এ ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাত ১০টায় নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীর বক্তাবলী ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও হেলপার সাঁতরে তীরে উঠে আসেন।

এ ঘটনায় নিহতরা হলেন- মোটরসাইকেলচালক রফিক, ভ্যানচালক স্বাধীন ও প্রবাসী মাসুদ।

ফেরিতে থাকা প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, নারায়ণগঞ্জের নরসিংহপুর এলাকা থেকে ফেরিটি ছেড়ে আসে। মাঝ নদীতে পৌঁছালে হঠাৎ একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি ধাক্কা দিয়ে সামনে থাকা মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি নিয়ে পানিতে পড়ে যায়।

বক্তাবলী নৌ-পুলিশের ইনচার্জ রাকিবুজ্জামান জানান, ফেরিটি নদীর মাঝে আসার পর ট্রাকচালক হঠাৎ ইঞ্জিন চালু করেন। তিনি ট্রাকের নিয়ন্ত্রণ রাখতে না পারায় সামনে থাকা যানবাহনকে ধাক্কা দিলে সেগুলো নদীতে তলিয়ে যায়। আমরা খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিক তৎপরতা শুরু করেছি।

তিনি জানান, এ সময় পাঁচটি যানবাহন পানিতে পড়ে যায়। এ ঘটনার পর ট্রাকচালক, হেলপার সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা নিখোঁজ ছিলেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে ট্রাকসহ কয়েকটি যানবাহন পানিতে পড়ে যায়। এ ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, আপাতত তল্লাশি কার্যক্রম বন্ধ আছে। আরও কেউ নিখোঁজ থাকলে রোববার সকাল থেকে ফের তল্লাশি কাজ শুরু হবে। পাশাপাশি ডুবে যাওয়া যানবাহনগুলো উদ্ধারের কাজ শুরু হবে।

মেধাবী শিক্ষার্থী তৈরির সূতিকাগার

হাদি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি

পাকুন্দিয়ায় বিলুপ্তির পথে গরু দিয়ে হালচাষ

নির্মাণের ১০ বছরেও আলোর মুখ দেখেনি কোয়ারেন্টাইন স্টেশন

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার দাবি গুজব

ধর্মের মুখোশে ময়মনসিংহে দিপু দাসকে পরিকল্পিত হত্যা

বিএনপির চ্যালেঞ্জ দলীয় ঐক্য সমঝোতার পরীক্ষায় আট দল

বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিল, সম্পাদক জসিম

ফেরি থেকে ধলেশ্বরীতে পড়ল ট্রাক-অটোরিকশা ও মোটরসাইকেল, নিখোঁজ ৩

নোয়াখালীতে বিএনপির কার্যালয়ে নিষিদ্ধ আ.লীগের হামলা