হোম > সারা দেশ > ঢাকা

গাকৃবি’র এক বছরের অর্জন বিষয়ক মতবিনিময় সভা

আমার দেশ ডেস্ক

আন্তর্জাতিক কনফারেন্সসহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও এক বছরে গাকৃবি'র অর্জন শীর্ষক এক মতবিনিময় সভা ও প্রেস কনফারেন্স সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আজ শুধু বাংলাদেশের কৃষি উন্নয়নে নয়, বরং দক্ষিণ এশিয়ার জ্ঞানভিত্তিক কৃষি বিপ্লবের অগ্রযাত্রায় নেতৃত্ব দিতে চলেছে।

গত এক বছরে আমাদের প্রতিটি অর্জন শুধু পরিসংখ্যান নয়, বরং প্রতিটি পদক্ষেপে আছে মাটির গন্ধ, কৃষকের ঘামের গৌরব, গবেষণাগারের নীরব ত্যাগ, অভিজ্ঞ অগ্রজদের আলোকিত পথচলা আর তরুণ বিজ্ঞানীদের স্বপ্নের দীপ্তি।

তিনি বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি জ্ঞান, উদ্ভাবন ও মানবিক মূল্যবোধের এক আলোকবর্তিকা। আমরা এমন এক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে চাই, যা প্রকৃতির সঙ্গে সখ্য রেখে বাংলাদেশের কৃষিকে বিশ্বমানের টেকসই ভবিষ্যতের পথে এগিয়ে নেবে।

দেশের বিভিন্ন স্থানে বিএনপির মনোনয়নবঞ্চিতদের কর্মীদের বিক্ষোভ

একই আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী দুই সহোদর

ঝালকাঠি -২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ইলেন ভুট্টো

বিএনপি প্রার্থীকে শুভেচ্ছা জানালেন জামায়াত প্রার্থী

জামায়াত ভোটে জিতলে বাংলাদেশকে উন্নয়নের স্বর্গরাজ্যে পরিণত করবে

পঞ্চম বার মনোনয়ন পেয়ে রেকর্ড গড়লেন সরোয়ার জামাল নিজাম

মনোনয়ন পেলেন এহছানুল হক মিলন কচুয়ায় আনন্দ মিছিল

সিলেট বিভাগের বিএনপি প্রার্থীদের অভিনন্দন জানালেন হুমায়ুন কবির

মনোনয়ন না পেয়ে সড়কে আগুন দিয়ে অবরোধ

হরিণ শিকারীদের হামলায় বন কর্মকর্তা আহত, আটক-৩