হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে আবারও গোলাগুলি, বিএনপির ৫ কর্মী গুলিবিদ্ধ

চট্টগ্রাম ব্যুরো

আবারও রক্তে ভিজলো চট্টগ্রামের রাউজান। বুধবার মধ্যরাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া চৌধুরী পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপির কর্মী পাঁচ গুলিবিদ্ধ হয়েছেন।

আহতরা হলেন- আব্দুল্লাহ সুমন, ইসমাইল, খোরশেদ, রুবেল ও সোহেল। এদের মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রাত পৌনে ১২টার দিকে হঠাৎ করে গুলির শব্দে থমকে যায় গ্রাম। স্থানীয়রা জানান, মোটরসাইকেল ও একটি গাড়িতে করে এসে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়। পরে তারা দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধদের উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। সুমনের বুকে গুলি লেগেছে, তার অবস্থা গুরুতর।

রাউজান–রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান চলছে।

তবে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে যেতে দেরি করেছে। রাতের এ গুলির ঘটনায় পুরো কোয়েপাড়া এলাকা এখন আতঙ্কে। স্থানীয়রা বলছেন, পুলিশ আসার আগেই হামলাকারীরা চলে গেছে।

রাউজান উপজেলায় গত এক বছরে গুলিতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব হত্যাকাণ্ড ঘটেছে। নতুন করে এ হামলা এলাকায় আবারও অস্থিরতা ছড়িয়েছে।

জেলখানা থেকে ছোট সাজ্জাদের ‘রিমোট কন্ট্রোল রাজত্ব’

চাঁদা না পেয়ে মব সৃষ্টি করে নারী উদ্যোক্তার প্রতিষ্ঠান ধ্বংসের অভিযোগ

গুলির সময় পালায় পুলিশ, লাশ তুলতে আসে পরে

গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল হতে হবে

সাংবাদিকের ওপর হামলা, স্বেচ্ছাসেবক দলের সচিব সহ দুই নেতা বহিষ্কার

ফুলপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সংকটময় মুহূর্তে সকল রাজনৈতিক দলের আলোচনায় বসা জরুরি: ড. তাহের

দুই নারী ফুটবলারকে অনুদান দিলেন নারায়ণগঞ্জের ডিসি

গণসংযোগে ঢুকে দুই হাত দূর থেকে বিএনপি প্রার্থীকে গুলি

পরশুরামে বৃষ্টি ও ঝড়ো বাতাসে হেলে পড়েছে আধা পাকা ধান