ময়মনসিংহের ত্রিশালে কুড়াল দিয়ে বন্ধু মুনতাসির ফাহিমকে (২২) কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছে অনার্স পড়ুয়া শিক্ষার্থী অনিক মন্ডল (২২)। তারা দুজন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে এলাকায় দীর্ঘদিন ধরে পরিচিত।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ত্রিশাল থানা বাউন্ডারি ওয়াল ঘেঁষা নজরুল একাডেমি মাঠে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ঘটনার খবর পড়ায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই সময় শত শত মানুষ থানার সামনে জড়ো হয়।
নিহত মুনতাসির ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা গ্রামের বাসিন্দা সাবেক মেম্বার বাদলের ছেলে। সে স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতো। মাসখানেক আগে ছুটিতে দেশে এসেছিল ও দুদিন পর চলে যাওয়ার কথা ছিলো।
অপরদিকে ঘাতক অনিক মন্ডল টাঙ্গাইলের একটি কলেজে অনার্সের শিক্ষার্থী। সে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের থানা পিছনের বাসিন্দা বলে জানা গেছে।
হত্যাকাণ্ডের আধাঘণ্টার মধ্যে ঘাতক অনিক মন্ডল চাইনিজ কুড়ালসহ থানায় আত্মসমর্পণ করেছে বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ।
তিনি জানান, হত্যাকাণ্ডের পর থানায় এসে ঘটনার বর্ণনা দিয়েছে ঘাতক অনিক মন্ডল। এ সময় অনিক জানিয়েছে, নিহত ফাহিম তার অনেক ক্ষতি করেছে। এ কারণে পূর্ব শত্রুতায় সে ফাহিমকে হত্যা করেছে। তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও তদন্ত চলছে। ইতোমধ্যে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত যুবকের পরিবারের সাথে কথা বলে জানা যায়, সন্ধ্যার পর নানা বাড়ি কোনাবাড়ি থেকে রাতের খবার খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দেয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আসে। এর ঘণ্টা পরেই তার হত্যার খবর পায় স্বজনরা।