হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে কৃষকের লাশ উদ্ধার

নগরকান্দা ও ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিজ পুকুর থেকে আঞ্জু মোল্লা (৬০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের পূর্ব রাধানগর গ্রামে গনি মোল্লার পুকুর থেকে লাশটি উদ্ধার করে নগরকান্দা থানার পুলিশ। নিহত আঞ্জু মোল্লা পূর্ব রাধানগর গ্রামের মৃত গনি মোল্লার ছেলে এবং পেশায় কৃষক ছিলেন।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, গত মঙ্গলবার থেকে আঞ্জু মোল্লা নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তিনি এক ছেলে ও তিন মেয়ের জনক।

নিহতের স্ত্রী সুফিয়া বেগম বলেন, ‘গত মঙ্গলবার রাতে আমার স্বামী বাড়ি ফেরেননি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার কোনো খোঁজ পাইনি। কে বা কারা আমার স্বামীকে হত্যা করেছে, আমি এর সুষ্ঠু বিচার চাই।’

নিহতের বড় ভাই সারোয়ার মোল্লা বলেন, ‘মঙ্গলবার থেকে আমার ছোট ভাই বাড়িতে ফেরেনি। আজ শুক্রবার সকালে স্থানীয়রা আমাদের পুকুরে একটি লাশ পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়। পরে আমরা পুলিশে জানালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। আমার জানামতে, আঞ্জু মোল্লার সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা আমরা বুঝতে পারছি না।’

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, ‘সকালে পুকুরে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। প্রাথমিকভাবে লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত ব্যক্তি পূর্ব রাধানগর গ্রামের মৃত গনি মোল্লার ছেলে আঞ্জু মোল্লা। মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

অপহৃত তিন রোহিঙ্গা নাগরিক উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

আমার দেশ সিরাজগঞ্জ প্রতিনিধির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

গোবিন্দগঞ্জে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় দুই শ্রমিক নিহত

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত তারাগঞ্জের নিম্ন আয়ের মানুষ

৪ মোটরসাইকেলসহ চোর চক্রের হোতা আটক

সিলেটের সীমান্তবর্তী মানুষের মধ্যে বিজিবির শীতবস্ত্র বিতরণ

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের গোলাগুলি, যুবক নিহত

মাদারীপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে আটক ২

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ