হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘জ্যেষ্ঠ নেতাদের ভাষার দুর্ভিক্ষের’ অভিযোগে পদত্যাগ এনসিপি নেতার

উপজেলা প্রতিনিধি, মতলব দক্ষিণ (চাঁদপুর)

এনসিপির যুগ্ম-সমন্বয়কারী বদিউল আলম বাবুর পদত্যাগ

‘জ্যেষ্ঠ নেতাদের ভাষার দুর্ভিক্ষের’ অভিযোগ এনে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন উপজেলার শাখার যুগ্ম-সমন্বয়কারী বদিউল আলম (বাবু)।

মঙ্গলবার ২৫ নভেম্বর তিনি ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।

বদিউল আলম তার ফেসবুক আইডিতে লেখেন, দলে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই তিনি দেখতে পান, দলের উপজেলা শাখার জ্যেষ্ঠ নেতাদের মুখের ভাষার দুর্ভিক্ষ চলে আসছে। সম্প্রতি দলের জেলা শাখার উদ্যোগে উপজেলা শাখার নেতাদের নিয়ে আয়োজিত এক অনলাইন সভায় জ্যেষ্ঠ নেতাদের ভাষা ছিল নিকৃষ্ট মানের। এমন মানুষদের সঙ্গে রাজনীতি করার কোনো ইচ্ছা তার নেই।

বদিউল আলম সাংবাদিকদের জানান, তার দলের উপজেলা শাখার জ্যেষ্ঠ নেতাদের যে ভাষা, তা শালীনতার মধ্যে পড়ে না। এ জন্য হতাশ হয়ে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন।

এনসিপির উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ডি এম আলাউদ্দিন বলেন, ওই যুগ্ম-সমন্বয়কারীর পদত্যাগের বিষয়টি ফেসবুকের মাধ্যমে জেনেছেন। তবে এখনো লিখিত কিছু পাননি। বদিউল আলম কমিটিতে গুরুত্বপূর্ণ পদে থাকলেও তিনি কখনোই দলের কার্যক্রমে সক্রিয় ছিলেন না। নামে মাত্রই কমিটিতে ছিলেন। তার পদত্যাগে দলের কিছু আসে যায় না।

গাজীপুরে অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

চলন্ত ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ

হবিগঞ্জ সদর হাসপাতালে চরম অনিয়ম

ধোবাউড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ক্ষমতা জিনিসটাই খারাপ, রাজনীতি আরো খারাপ: মির্জা ফখরুল

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খানসামায় দোয়া মাহফিল

ঠাকুরগাঁও-৩ আসনে অসুস্থ বিএনপি প্রার্থীকে দেখতে যান জামায়াত প্রার্থী

রাজনগরের মৌলভীবাজার-৩ জামায়াত প্রার্থীর গণসংযোগ

নরসিংদীতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে প্রতিনিধি দল

ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী বাড়ি বাড়ি গিয়ে বেহেশতের টিকিট বিক্রি করছে