দিনাজপুরের নবাবগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫টি দোকান থেকে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান উপজেলা সদরে মহসিন স্টোরে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এসময় দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী-পরিচালক মো. বোরহান উদ্দিন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য অফিসার মো. মোকছেদুল মোমিন উপস্থিত ছিলেন।
এরপর সহকারী পরিচালক উপজেলার দাউদপুর বাজারের ৩ টি খাবার দোকান ও একটি ঔষধের দোকান থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন। খাদ্যে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগে এসব জরিমানা আদায় করা হয়।
সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন জানান এরকম অভিযান অব্যাহত থাকবে।