চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে নবনির্বাচিত ভিপি, বাগাতিপাড়ার কৃতী সন্তান ইব্রাহিম হোসেন রনিকে বর্ণাঢ্য গণসংবর্ধনা দিয়েছে বাগাতিপাড়ার শিক্ষার্থী ও এলাকাবাসী। শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৩টায় বাগাতিপাড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বাগাতিপাড়া উপজেলা আমির একেএম আফজাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতে ইসলামের কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা আমির ড. মীর নুরুল ইসলাম। তিনি তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে আগামীর পরিবর্তনে ইসলামিক সমমনা দলগুলোর ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—মাওলানা আবুল কালাম আজাদ, জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী (লালপুর–বাগাতিপাড়া),সাদিকুর রহমান, জেলা সেক্রেটারি,
মো. আব্দুল হাকিম, জেলা সরকার সেক্রেটারি, মো. মোস্তাফিজুর রহমান, সভাপতি, নাটোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন, মোহাম্মদ জাহিদ হাসান, সভাপতি, নাটোর জেলা ছাত্রশিবির, ডা. ফেরদৌস মাহমুদ, রেজিস্ট্রার, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল
মোহাম্মদ মিঠু সরকার, সভাপতি, বাগাতিপাড়া উপজেলা ছাত্রশিবির মো. শাকিল উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক আইনজীবী ও ছাত্রনেতা মোহাম্মদ সাজেদুর রহমান সাজ্জাদ, সভাপতি, বাগাতিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন মো. জাকির হোসেন, সেক্রেটারি, জামায়াতে ইসলামী বাগাতিপাড়া উপজেলা শাখা।
সংবর্ধনা অনুষ্ঠানে এলাকাবাসী ফুল দিয়ে রনিকে বরণ করে নেন। তার সফল ভবিষ্যৎ ও দেশের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সবাই।