হোম > সারা দেশ > খুলনা

বর্ণাঢ্য আয়োজনে মোংলা বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খুলনা ব্যুরো

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) গতকাল সোমবার উদযাপিত হয়েছে। ১৯৫০ সালে ‘চালনা পোর্ট’হিসেবে কার্যক্রম শুরু করা এ বন্দর ১৯৮৭ সালের পোর্ট অব চালনা অথরিটি অ্যাক্ট–এর মাধ্যমে মোংলা পোর্ট অথরিটি হিসেবে প্রতিষ্ঠিত হয়।

বিশেষ দিবসটিকে ঘিরে গত রোববার রাত ১২টা ১ মিনিটে বন্দরে নোঙর করা সব দেশি–বিদেশি জাহাজে এক মিনিট বিরতিহীন হুইসেল বাজানো হয়। পরে গতকাল সকালে বন্দর ভবনের সামনে থেকে জেটি ফটক পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরবর্তী সময়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালির আগে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার, সদস্য (অর্থ) ও পরিচালক (প্রশাসন) (অতিঃদায়িত্বপ্রাপ্ত) কাজী আবেদ হোসেন (যুগ্ম সচিব), সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. এ.কে.এম. আনিসুর রহমান (যুগ্ম সচিব), পরিচালক বোর্ড কালাচাঁদ সিংহ (যুগ্ম সচিব), হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম, কর্নেল মো. ফিরোজ ওয়াহিদসহ বিভাগীয় প্রধান, কর্মকর্তা–কর্মচারী এবং বন্দর ব্যবহারকারীরা।

অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১৩ জন কর্মকর্তা–কর্মচারী এবং ঝুঁকিপূর্ণ কাজে বিশেষ ভূমিকার জন্য আরো আটজনকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি ২৯টি প্রতিষ্ঠানকে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হয়।

চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে বন্দরে ৩৫৬টি জাহাজ আগমন করেছে। এ সময়ে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ১৩,৮৫৪টি এবং গাড়ি আমদানি হয়েছে ৪,১৩৯টি। মোট পণ্য আমদানি–রপ্তানি হয়েছে ৪৪ লাখ টন। আধুনিক যন্ত্রপাতি সংগ্রহের ফলে প্রথমবারের মতো প্রতি ঘণ্টায় ২৪টিরও বেশি কন্টেইনার হ্যান্ডলিং সম্ভব হচ্ছে। নিয়মিত ড্রেজিংয়ের কারণে নাব্যতা বজায় থাকায় পাঁচটি জেটিতে একই সঙ্গে পাঁচটি জাহাজ হ্যান্ডলিং করা যাচ্ছে।

মোংলা বন্দরের মাধ্যমে প্রতিবেশী দেশে ট্রানজিট পণ্য পরিবহনের সম্ভাবনা নতুন মাত্রা পেয়েছে। এতে রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের পণ্য পরিবহন স্থল, নৌ ও রেলপথে আরো সহজ ও দ্রুত হবে।

বুধবার রংপুরে ৮ দলের মহাসমাবেশ

বগুড়ার ইয়াকুবিয়া উচ্চ বিদ্যালয়ের ৭৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

মাধবপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

পাকিস্তান জিন্দাবাদ স্লোগানের ভিডিও উদ্দেশ্যমূলক প্রপাগান্ডা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় যুবলীগ নেতার যুবদলে যোগদান

বরিশালে ‘কমিউনিটি ইম্প্যাক্ট অর্গানিজেশন’ উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

খুলনায় চাঞ্চল্যকর ডাবল মার্ডার, ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি

চেয়ারম্যানের জিম্মা থেকে আদলতের জব্দকৃত নৌকা উধাও

মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আটক ২১

সম্পত্তির জন্য ২৩ ঘণ্টা আটক রাখল বাবার লাশ