হোম > সারা দেশ > চট্টগ্রাম

এমন ভাষা আ.লীগও ব্যবহার করতো, শাহাজাহান চৌধুরীকে বিএনপি প্রার্থী

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

জামায়াত নেতা শাহাজাহান চৌধুরীর বক্তব্যের নিন্দা জানিয়ে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান বলেছেন, তিনি (শাহাজাহান চৌধুরী) বলেছেন প্রশাসন, পুলিশ, শিক্ষক সবাইকে জামায়াতের কথা শুনতে হবে, এমন ভাষা আওয়ামী লীগও ব্যবহার করতো। স্বেরাচার ফ্যাসিস্ট হাসিনা যে ভাষা ব্যবহার করত, আজ তা জামায়াত নেতার মুখে সে ভাষা শোনা যাচ্ছে। তাদের অবস্থান এখন আওয়ামী ফ্যাসিস্ট শক্তির সাথে মিলে যাচ্ছে। আমরা শাহাজাহান চৌধুরীর বক্তব্যের তীব্র নিন্দা জানাই।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে মিরসরাইয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তি ও ইসলামী মূল্যবোধের শক্তির দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার। মানুষের ভোটাধিকার ও বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে আমাদের সঙ্গে বহু বিরোধী দল একত্রিত হয়ে আন্দোলন করেছে। নানা ষড়যন্ত্র ও কূটচালের মধ্যেও জনগণ আবারো নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয়েছে—এই যাত্রা আপনারা রুখে দিতে পারবেন না।’

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। সঞ্চালনায় ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালাউদ্দিন সেলিম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য লায়ন আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নুর হোসেন চেয়ারম্যান, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম পারভেজ, সাবেক আহ্বায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, বিএনপি নেতা সিরাজুল হক, মুসা চেয়ারম্যান, রফিক চেয়ারম্যান, মেজবাউল হক মানিক, শাহিনুল ইসলাম স্বপন, ইমাম হোসেন বাবলু, মাসুকুল আলম সোহান, গোলাম জাকারিয়া, নাজমুল হক সোহাগ, মঞ্জুরুল হক মঞ্জু, উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, মিরসরাই পৌর যুবদলের সাবেক আহ্বায়ক কামরুল হোসেন, যুবদল নেতা মোজাম্মেল হোসেন রানা, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব মোহন দে, মিরসরাই পৌর যুবদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম বাদশা, ছাত্রদল নেতা নাঈম সরকার প্রমুখ।

গোপালগঞ্জে ৭ ইউপি মেম্বারের আ. লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা

গাজীপুরে অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

চলন্ত ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ

হবিগঞ্জ সদর হাসপাতালে চরম অনিয়ম

ধোবাউড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ক্ষমতা জিনিসটাই খারাপ, রাজনীতি আরো খারাপ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খানসামায় দোয়া মাহফিল

ঠাকুরগাঁও-৩ আসনে অসুস্থ বিএনপি প্রার্থীকে দেখতে যান জামায়াত প্রার্থী

রাজনগরের মৌলভীবাজার-৩ জামায়াত প্রার্থীর গণসংযোগ

নরসিংদীতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে প্রতিনিধি দল