হোম > সারা দেশ > ঢাকা

শ্রমিকদের অযৌক্তিক দাবিতে পোশাক কারখানা বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরের কোনাবাড়ি শিল্প এলাকায় অবস্থিত পিএন কম্পোজিট লিমিটেড কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের একাংশের কর্মবিরতি, উৎপাদন কার্যক্রমে বাধা এবং নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

কারখানা কর্তৃপক্ষের জারি করা নোটিশ অনুযায়ী, গত ৭ ডিসেম্বর ২০২৫ থেকে কিছু শ্রমিক, অযৌক্তিক দাবি উত্থাপন করে কাজে যোগদান থেকে বিরত থাকে। এতে কারখানার ভেতরে উত্তেজনা, বিশৃঙ্খলা এবং নিরাপত্তাহীন পরিবেশ সৃষ্টি হয় বলে দাবি করা হয়েছে।

নোটিশে বলা হয়, কর্তৃপক্ষ একাধিকবার আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী কর্তৃপক্ষ ১১ নভেম্ব ২০২৫ থেকে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

পি এন কম্পোজিট কারখানার সহকারী জেনারেল ম্যানেজার আখলাকুর রহমান জানান, এক শ্রমিকের সাথে প্রতিষ্ঠানের এক কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটে।পরে শ্রমিকরা অযৌক্তিক দাবি তুলে কর্ম বিরতি ঘোষনা করেন।তারই পরিপ্রেক্ষিতে কারখানা কতৃপক্ষ কারখানা বন্ধের ঘোষনা দেন।

কোনাবাড়ী থানার উপপরিদর্শক খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে ।

এ প্রজন্মকে দাবায় রাখতে চাইলে পরিণতি ভয়াবহ হবে: শিবির সভাপতি

ঝুঁকিপূর্ণ কুমিরা ঘাটের মায়া ছাড়তে পারছে না বিআইডব্লিউটিসি

৫০ প্রতিবন্ধীর মাঝে মাওলানা আফেন্দীর হুইলচেয়ার বিতরণ

রায়গঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস

মাদারীপুর মুক্ত দিবস আজ

অবকাঠামো ও শিক্ষক সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম

মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, ভালো দাম পেয়ে খুশি কৃষক

কাজে আসছে না ৪৬ কোটি টাকার হালদা রক্ষা প্রকল্প

সংস্কারকাজে ধীরগতি ভোগান্তিতে যাত্রীরা