নাটোরের বাগাতিপাড়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. আজিজুল ইসলাম (হাকিম)কে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে বাগাতিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে গ্রেপ্তার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা ও কৌতূহল দেখা দিয়েছে।