হোম > সারা দেশ > খুলনা

খুলনা-১ আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ১০ জনের

খুলনা ব্যুরো

ত্রয়োদশ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। প্রার্থীদের মধ্যে কেউ স্বাক্ষর জালিয়াতির অভিযোগে, কেউ ভিন্ন এলাকার ভোটার হওয়ার কারণে বাতিল হন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টায় শুরু হওয়া যাচাই-বাছাই পর্বে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ১০ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। এ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ১৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন গণঅধিকার পরিষদের জিএম রোকনুজ্জামান, যার প্রস্তাবক ভিন্ন এলাকার ভোটার হওয়ায় প্রার্থীতা বাতিল হয়েছে। স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ হালদার স্বাক্ষর জালিয়াতির কারণে এবং একই অভিযোগে স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডলের মনোনয়নও বাতিল করা হয়েছে।

অপরদিকে বৈধ ঘোষণা করা ১০ প্রার্থী হলেন- ইসলামী আন্দোলনের মো. আবু সাঈদ, বিএনপির আমির এজাজ খান, জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী, বাংলাদেশ খেলাফত মজলিশের ফিরোজুল ইসলাম, জেএসডির প্রসেনজিৎ দত্ত, বাংলাদেশ মাইনোরিটি জাতীয় পার্টির প্রবীর গোপাল রায়, বাংলাদেশ সম অধিকার পরিষদের সুব্রত মন্ডল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কিশোর কুমার রায়, জাতীয় পার্টির সুনীল শুভ রায় ও ইসলামী ফ্রন্টের মো. জাহাঙ্গীর হোসেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার জানান, প্রার্থীতা যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী দিনে আরও কয়েকটি আসনের প্রার্থীর তথ্য যাচাই করা হবে।

প্রবাসে দুর্ঘটনায় নিভে গেল রুবেলের প্রাণ

বিদেশ নয়, দেশের মাটিতেই মৃত্যু চেয়েছিলেন জুলাইযোদ্ধা শফিক

দিনাজপুরে বাস উল্টে প্রাণ গেল ২ বছরের শিশুর, আহত ১৩ জন

চালককে হত্যার পর অটো ছিনতাই, বিচারের দাবিতে মানববন্ধন

হলফনামা নিয়ে সংবাদে আপত্তি জামায়াত প্রার্থী শফিউল আলমের

রাষ্ট্রীয় শোক দিবসে স্কুল খোলা রাখায় প্রধান শিক্ষক লাঞ্ছিত

কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আটক

ডিবি পরিচয়ে ডাকাতি, ৪ মাইক্রোবাস উদ্ধার, আটক চক্রের ৪ সদস্য

আ.লীগ নেতা সাজিয়ে জামায়াতকর্মী গ্রেপ্তার, নিন্দা

ব্যাংকে ফয়জুল করিমের ১ হাজার টাকা থাকলেও স্ত্রীর স্বর্ণ ১৮৭ ভরি