ময়মনসিংহে চালককে গলাকেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর ভাটি বাড়েরা বাইপাস এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নিহত মাসুদ মিয়া (৩৮) ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান এলাকার খোরশেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে ময়মনসিংহ শহরের আকুয়া এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন মাসুদ মিয়া। রাত সাড়ে ১০টার দিকে নগরীর ভাটি বাড়েরা বাইপাস রোডে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর রাত ২টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল ও মর্গ থেকে আলামত সংগ্রহ করে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাসুদ মিয়াকে বাড়েরা এলাকার বাইপাস সড়ক থেকে নটরডেম কলেজ সড়কের পাশে নির্জন স্থানে নিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তারা তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মাসুদ দৌড়ে বাইপাস সড়কে এসে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।