হোম > সারা দেশ > বরিশাল

আইন অমান্যে তিন ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা ভোলার প্রশাসনের

উপজেলা প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)

ছবি: আমার দেশ।

পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় তিন ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ভোলা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এসব ইটভাটাকে জরিমানা করা হয়।

অভিযানে দণ্ডপ্রাপ্ত ইটভাটাগুলো হলো— হাকিমউদ্দিনের দালালপুরে মেসার্স এস এন এস ব্রিকস, কুঞ্জেরহাটের মেসার্স রাকিব ব্রিকস ও মেসার্স মোল্লা ব্রিকস।

এদের মধ্যে এস এন এস ব্রিকস ও মোল্লা ব্রিকসকে ২ লাখ টাকা করে এবং রাকিব ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ফায়ার সার্ভিসের পাম্প মেশিন ব্যবহার করে ইটভাটার আগুন নিভিয়ে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করা হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন নৌবাহিনী, পুলিশ লাইন, বোরহানউদ্দিন থানার পুলিশ এবং বোরহানউদ্দিন উপজেলার ফায়ার সার্ভিস।

মোবাইল কোর্টে নেতৃত্ব দেন ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজবীউল ইসলাম ইসকেম এবং মোঃ জয়নাল আবেদীন।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে নানা আয়োজনে বড়দিন উদযাপন

ভোলা-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

দিনাজপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

মৌলভীবাজার-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

অর্থাভাবে অনিশ্চিত মাছুমার ডাক্তার হওয়ার স্বপ্ন

বিজিবির হাতে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় জব্দ

চাঁদপুর-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ

বিএনপির প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে লড়বেন মিজান চৌধুরী

ঘাটাইল প্রেসক্লাবের দায়িত্বে খান ফজলু ও নজরুল

চট্টগ্রামে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি নেতাদের মনোনয়ন নেয়ার হিড়িক