মাত্র ছয় ভরি স্বর্ণের লোভে এক স্বামী পরিত্যক্তা নারীকে হত্যা করে সংঘবদ্ধ প্রতারকচক্র। তাদের একজনকে গ্রেপ্তার করার পরে হত্যার মূল রহস্য উদযাটন করে র্যাব ৮- এর সদস্যরা। এমনটাই জানিয়েছেন র্যাব ৮-এর কোস্পানি কমান্ডার মীর মনির হোসেন। তিনি শনিবার (২৫ অক্টোবর) দুপুরে মাদারীপুর র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন।
র্যাব কমান্ডার মীর মনির হোসেন জানান, শরীয়তপুরে একটি ক্লুলেস হত্যাকাণ্ডের ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানী ঢাকার কেরানীগঞ্জ থানাধীন হোসনাবাদ থেকে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত রিপন মোল্লাকে। এরপর জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসে ঘটনার রহস্য। গ্রেপ্তার রিপন মোল্লা শরিয়তপুরের ডামুড্যা উপজেলার দক্ষিণ ডাম্যুডা গ্রামের মৃত সোনাই মোল্লার ছেলে।
মীর মনির হোসেন আরো জানান, গত ২১ অক্টোবর মঙ্গলবার দুপুরে শরিয়তপুর শহরের রূপনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে নামজা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হয় গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।
এ সময় ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এই ঘটনায় নিহতের ভাই দ্বীন ইসলাম বাদী হয়ে পালং থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নামে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। তথ্য প্রযুক্তির সহায়তা প্রথমে একই বাসার ভাড়াটিয়া বিল্লাল হোসেনকে আটক করে র্যাব। পরে বেল্লালের দেয়া তথ্যের ভিক্তিতে ঘটনার মূল অভিযুক্ত রিপন মোল্লাকে রাজধানী ঢাকার কেরানীগঞ্জ থানাধীন হোসনাবাদ থেকে গ্রেফতার করে র্যাব।