হোম > সারা দেশ > রাজশাহী

অবশেষে ভারত গেলেন অন্তঃসত্ত্বা সোনালি খাতুন ও তার ছেলে

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের পুশইনের পর চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার অন্তঃসত্ত্বা ভারতীয় নাগরিক সোনালি খাতুন ও তার সন্তান সাব্বির শেখকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের ভারতে পাঠানো হয়। তবে একই সঙ্গে গ্রেপ্তার অপর চারজনকে গ্রহণ করেনি বিএসএফ।

বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

সোনালি খাতুন পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার পাকুরের বাসিন্দা দানিশ শেখের স্ত্রী।

বিজিবি অধিনায়ক বলেন, সোনামসজিদ আইসিপিতে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে সোনালি খাতুন ও তার ৮ বছরের সন্তান মো. সাব্বির শেখকে সুস্থ ও নিরাপদ অবস্থায় বিএসএফের নিকট হস্তান্তর করা হয়। অন্তঃসত্ত্বা নারী ও শিশুকে পুশইন করায় সৃষ্ট মানবিক ঝুঁকি এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নজরে আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তরের। এরপর নিবিড় যোগাযোগ ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে উভয় দেশের সম্মতিতে ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় আজ তাদের সসম্মানে নিজ দেশে ফেরত পাঠানো হলো।

তবে প্রতিশ্রুতি দিলেও সোনালি খাতুনের স্বামী দানিশ শেখসহ (২৮) একই এলাকার সুইটি বিবি (৩৩) ও তার দুই সন্তান, মো. কুরবান দেওয়ান (১৬) ও মো. ইমাম দেওয়ানকে (৬) গ্রহণ করেনি বিএসএফ। সোনালি খাতুন ও সাব্বিরকে নিয়ে যাওয়ার পর বিএসএফ জানায়, কিছুক্ষণের মধ্যেই বাকি চারজনকে ফিরিয়ে নেয়া হবে। কিন্তু বিজিবি এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করলেও বিএসএফ কর্মকর্তারা বাকিদের ফিরিয়ে নিতে আসেননি।

এসময় সেখানে উপস্থিত ছিলেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার, অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজসহ অন্যরা।

এর আগে গত সোমবার সোনালীসহ ৪ ভারতীয় নাগরিককে জামিন দেন চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয়) আদালত।

আসামিপক্ষের আইনজীবী একরামুল হক পিন্টু বলেন, অন্তঃসত্তা সোনালি খাতুন যেকোন সময় বাচ্চা প্রসব করতে পারেন। এই বিষয়টি বিবেচনায় নিয়ে তিনিসহ বাকী আরও তিনজনকে জামিন দেয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা গ্রামের ফারুক হোসেন তার জিম্মাদার হয়েছেন। তিনি সোনালি বিবির আত্মীয় হোন।

গত ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর থেকে সোনালি বিবিসহ ৬ ভারতীয়কে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার পাকুরের বাসিন্দা ও সোনালি খাতুনের স্বামী দানিশ শেখ (২৮), তাদের সন্তান সাব্বির শেখ (৮) এবং সুইটি বিবি (৩৩) ও তার দুই সন্তান, মো. কুরবান দেওয়ান (১৬) ও মো. ইমাম দেওয়ান (৬)।

পুলিশ ও বিজিবি জানায়, ওই ছয় ভারতীয় নাগরিককে কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। পরে তাদের বিরুদ্ধে সীমান্তে অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে ওই ছয়জনের মধ্যে দুইজন কোলের শিশু হওয়ার মামলায় তাদের আসামি করা হয়নি। ঘটনাটি ভারতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং দেশটিতে আলোচনার জন্ম দেয়। পরে গ্রেপ্তারকৃতদের পরিবার আদালতে মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট গত ২৬ সেপ্টেম্বর ৬ ভারতীয় নাগরিককে ফেরাতে ৪ সপ্তাহের সময় বেধে দেয়।

শাজাহানপুরে জেলা প্রশাসনের দুই কর্মচারীর প্রকাশ্যে ঘুষ কাণ্ড

মানুষ আলেমদের মহব্বত করলেও তাদের ভোট দেন না: ধর্ম উপদেষ্টা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হতদরিদ্র মানুষের মাঝে ছাত্রদল নেতা সাইফের খাবার বিতরণ

কোনো ষড়যন্ত্রই ছাত্র-যুবকদের অগ্রযাত্রা থামাতে পারবে না: জাহিদুল ইসলাম

১১ লাখ টাকা নিয়েও পদ না দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নোয়াখালীতে ২৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষককে শোকজ, বদলি ১০

জনগণ চাঁদাবাজদের প্রত্যাখ্যান করায় অনেকের জমিদারি ভাব কমেছে

নির্বাচনে অংশ নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি: রিজভী

ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তিতে যাত্রীরা

ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন