হোম > সারা দেশ > ঢাকা

বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তরুণীর

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে প্রাণ গিয়েছে তরুণীর। সোমবার বিকেল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া (১৮) তার বন্ধু মো. সজিব প্রামাণিকের মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলাকালে হঠাৎ পেছনের চাকায় সুমাইয়ার ওড়না পেঁচিয়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে সে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে সুমাইয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে আহলাদিপুর হাইওয়ে থানায় সজিব প্রামাণিকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৯৮/১০৫ অনুযায়ী মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, আসামি ইচ্ছাকৃতভাবে অবহেলা ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সুমাইয়ার মৃত্যু ঘটিয়েছে। মামলা দায়েরের পর পুলিশ ফরিদপুর থেকে সজিবকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে থানায় হেফাজতে রাখে।

আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পরই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

বিদেশি দুটি পিস্তল ও ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের কর্মী গ্রেপ্তার

ব্যর্থ হলে আর নির্বাচনে আসবো না: ফয়জুল করীম

মোটরসাইকেল-বাস সংঘর্ষ বিএনপি কর্মী নিহত ৩

মনোনয়ন বঞ্চিত দোলার সমর্থকদের কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক অবরোধ

'জয় বাংলা স্লোগান' দেয়ায় বিএনপির সেই নেতার মনোনয়ন স্থগিত

ওসির দুর্নীতি অনুসন্ধান, ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা আ.লীগ নেত্রীর

সীতাকুণ্ডে সালাউদ্দিন মনোনয়ন পাওয়ায় আসলাম চৌধুরীর সমর্থকদের ক্ষোভ

চৌদ্দগ্রামে এতিমখানা-মাদ্রাসায় দুম্বার গোসত বিতরণ

জমি দান না করেও দাতা সদস্য, অধ্যক্ষের মতে ‘সামান্য’ ব্যাপার

রাজৈরে আশ্রয়ণ প্রকল্পের ভবনে দুর্নীতি অভিযোগে দুদকের অভিযান