হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছুটি ছাড়া টানা ৮৭ দিনই কর্মস্থলে অনুপস্থিত পৌরসভার প্রকৌশলী

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার আলোচিত উপ-সহকারী প্রকৌশলী মো. জাহিদুল ইসলামের বিরুদ্ধে ছুটি ছাড়াই টানা ৮৭ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ পাওয়া গেছে। একই কর্মক্ষেত্রে টানা ১৫ বছর চাকরির সুবাধে পৌরসভার ভেতরে ও বাইরে একটি বড় সিন্ডিকেট চক্র গড়ে তুলেছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

দেবিদ্বারে যোগদানের পর স্থানীয় এমপি ও আওয়ামী নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে বিভিন্ন অনিয়মে জড়িয়ে বহুবার আলোচিত হয়েছেন এই উপ-সহকারী প্রকৌশলী। বৈষম্যবিরোধী আন্দোলনের পর দুর্নীতিবাজ তৎকালীন পৌর নির্বাহী কর্মকর্তা (পৌর সচিব) মো. ফখরুল ইসলাম পালিয়ে গেলেও এই আলোচিত উপ-সহকারী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম রয়েছেন বহাল তবিয়তে।

দেবিদ্বার পৌর অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০ সালে ৮ নভেম্বর দেবিদ্বার পৌরসভায় যোগদান করেন উপ-সহকারী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম। পৌরসভায় যোগদান করার পর স্থানীয় এমপি ও আওয়ামী নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন এই উপ-সহকারী প্রকৌশলী। এমপি ও আওয়ামী লীগ নেতাদের সাথে সখ্যতার সুবাধে অফিসের গুরুত্বপূর্ণ সিদ্ধান দিয়েছেন তিনি নিজেই। সড়ক ও ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে এই ১৫ বছর, যা তদন্ত করলে উঠে আসবে বলে পৌরবাসীর দাবি। বৈষম্যবিরোধী আন্দোলনের পর দুর্নীতিবাজ পৌরসভার তৎকালীন পৌর নির্বাহী কর্মকর্তা (পৌর সচিব) মো. ফখরুল ইসলাম পালিয়ে গেলেও এই আলোচিত উপ-সহকারী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম রয়েছেন বহাল তবিয়তে। পৌরসভায় টাকা ১৫ বছর চাকরি ও বিভিন্ন দুর্নীতির বিষয়ে আলোচনা শুরু হলে কোনো ছুটি না নিয়েই গত ১ সেপ্টেম্বর থেকে অদ্যবধি অফিসে অনুপস্থিত রয়েছেন তিনি।

পৌরসভার বাসিন্দা সাইফুল ইসলাম মোর্শেদ বলেন, দুর্নীতিবাজ তৎকালীন পৌর সচিব মো. ফখরুল ইসলাম পালিয়েছে যে পথে এখন পৌর উপ-সহকারী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম যাচ্ছেন সেই পথে। এড়া দুর্নীতি করলেও মন্ত্রণালয়ের খুঁটির জোড়ে বেঁচে থাকে সবসময়। দেশের উপর এবং নিচের সকল দুর্নীতিবাজরা ঐক্য হয়েছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি সিয়াম আহম্মেদ বলেন, সরকারি নিয়ম অনুসারে একই স্থানে একজন কর্মকর্তা ৩ বছর থাকার কথা থাকলেও প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম ১৫ বছর একই কর্মক্ষেত্রে রয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও টাকা ১৫ বছর রয়েছেন বহাল তবিয়তে। এখন ছুটি ছাড়াই কর্মক্ষেত্রে ৮৭ দিন অনুপস্থিত রয়েছেন। তাদের মত দুর্নীতিবাজদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থাগ্রহণ করা এখন সময়ের দাবি হয়ে পড়েছে।

কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার বিষয়ে দেবিদ্বার পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, আমি তিন মাসের ছুটিতে রয়েছি।

এ ব্যাপারে দেবিদ্বার পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন বলেন, আমি পৌরসভার দায়িত্ব গ্রহণের পর উপ-সহকারী প্রকৌশলী মো. জাহিদুল ইসলামকে একদিনও পাইনি। তিনি কেন কর্মক্ষেত্রে অনুপস্থিত রয়েছে তাকে কারণ দর্শানোর নোটিশ করলেও এখনো এর জবাব পাইনি। তবে তিনি তিনমাসের একটি ছুটির আবেদন করেছেন, এখনো মন্ত্রণালয় আবেদন মঞ্জুর করেনি।

বিএনপি নেতা হাবিবুর রহমানকে জামায়াত নেতার চ্যালেঞ্জ

১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নাগরিক আটক

টঙ্গীতে নির্মাণাধীন বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর

মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

হাসিনার মাধ্যমে এদেশে ইসলাম বিরোধী শক্তি সৃষ্টি হয়েছিল

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিএনপি-জামায়াতের সমন্বয় সভা

অপহরণের ৬ দিন পর ১২ লাখ টাকার মুক্তিপণে মুক্তি নুরুল ইসলাম

জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার কিল-ঘুষিতে চাচার মৃত্যু

মনে রাখবেন, দুনিয়ার মোহ-ই সকল অন্যায়ের কারণ: চরমোনাই পীর

বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুলের মোটরসাইকেল শোডাউন