হোম > সারা দেশ > চট্টগ্রাম

অপহরণের ২৩ দিন পর চারজনকে ঝিকরগাছা থেকে উদ্ধার, গ্রেপ্তার ৪

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার জীবননগর থেকে অপহরণের ২৩ দিন পর চারজনকে যশোর ঝিকরগাছা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ কুল্লা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত করা হয় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম,যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে বিল্লাল হোসেন,তার স্ত্রী সাগরিকা খাতুন ও একই উপজেলার কুল্লা গ্রামের রঞ্জন দেবনাথ এর ছেলে বিকাশ দেবনাথ।

অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ জামাল আল নাসের জানান, ২০২৫ সালের ১৫ই অক্টোবর জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন এলাকার গোয়ালপাড়া গ্রাম থেকে স্বর্ণের বার আত্মসাৎ এর ঘটনার ঘটে। এই ঘটনার পর একই এলাকার পাঁচজন নিখোঁজ হন। পরে জীবননগর থানায় শওকত আলী নামের এক ব্যক্তি অপহরণ মামলা দায়ের করেন।

পুলিশ তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার হাজারীবাগ কুল্লা গ্রামের রেজাউল ইসলামের খামারের গোডাউনে অপহৃত পাঁচ ব্যক্তিকে আটক করে রাখে। জেলা পুলিশ সেখানে অভিযান চালিয়ে পাঁচ ব্যক্তিকে উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত থাকায় তিনজনকে আটক করা হয়।

তিনি আরো জানান, উদ্ধার ভিকটিমদের ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করতে আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেফতারকৃতরা পুলিশ হেফাজতে রয়েছে। উদ্ধারকৃতদের পরিবারের জিম্মায় দেওয়া হবে। তদন্ত শেষ হলেই অপহরণ রহস্য উদঘাটন হবে। এই ঘটনার সাথে অন্য জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃতরা হল জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আনারুল ইসলাম, হাসান মিয়া, আবুল হোসেন ও স্বপন ইসলাম। অপহরণের বাইশ দিন পর তাদের উদ্ধার করা হয়।

গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল হতে হবে

সাংবাদিকের ওপর হামলা, স্বেচ্ছাসেবক দলের সচিব সহ দুই নেতা বহিষ্কার

ফুলপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সংকটময় মুহূর্তে সকল রাজনৈতিক দলের আলোচনায় বসা জরুরি: ড. তাহের

দুই নারী ফুটবলারকে অনুদান দিলেন নারায়ণগঞ্জের ডিসি

গণসংযোগে ঢুকে দুই হাত দূর থেকে বিএনপি প্রার্থীকে গুলি

পরশুরামে বৃষ্টি ও ঝড়ো বাতাসে হেলে পড়েছে আধা পাকা ধান

এনসিপি মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে: হাসনাত আব্দুল্লাহ

তিতাসে প্রকল্পের কাজ না করেই বিল উত্তোলন, দুদকের অভিযান

উজিরপুরে ওয়ার্ল্ড ভিশন ও সিআরএসএসের উদ্যোগে কর্মশালা