হোম > সারা দেশ > চট্টগ্রাম

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিএনপি-জামায়াতের সমন্বয় সভা

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডার জের ধরে দুই দলের কয়েকটি অফিস ভাঙচুর ও কয়েকজন আহত হয়েছেন। সহিংসতা বেড়ে যাওয়া ও আইনশৃঙ্খলার অবনতি ঘটায় চৌদ্দগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারুক উল ইমাম এবং চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদের উদ্যোগে বিএনপি-জামায়াত নেতৃবৃন্দের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে চৌদ্দগ্রাম থানায় অনুষ্ঠিত সভায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন দুটি দলের পক্ষে নেতৃত্ব দেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশীদ মজুমদার, জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, নায়েবে আমির কাজী মো. ইয়াছিন, জামায়াত নেতা ভিপি জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি গাজী শহীদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, পৌর যুবদলের আহবায়ক মো. হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরীফ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, জামায়াত নেতা আবদুল্লাহ আল মাসুম, লিয়াকত শিকদার, জাহাঙ্গীর হোসেন, পৌর মৎস্যজীবীদলের আহবায়ক মাসুদ রানা সুজন প্রমুখ।

সভা শেষে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন বলেন, রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা আর প্রতিযোগিতা থাকবে। তবে শিষ্ঠাচার বহির্ভুত ও অরাজনৈতিক কোন কর্মকাণ্ড করবো না। বিশেষ করে সোস্যাল মিডিয়ার কিছু ফেইক আইডি উসকানিমূলক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে হেয় প্রতিপন্ন করছে। এগুলোর ক্ষেত্রে আমরা সকলেই সোচ্চার থাকবো। উভয় দলের সিনিয়র নেতারা স্ব স্ব স্থানীয়দের নেতাদেরকে সংযত থাকা এবং রাজনৈতিক শিষ্ঠাচার রক্ষা করতে আমরা আহবান জানাবো। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে নেতারা উসকানিমূলক বক্তব্য না দেয়ার অনুরোধ জানান তিনি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু বলেন, আমরা আন্তরিক পরিবেশে কথা বলেছি। পোস্টার-ফেস্টুন ছেড়া, সভা ও সমাবেশ করতে না দেয়া রাজনৈতিক শিষ্ঠাচার বহির্ভুত কাজ। এর থেকে উভয় দলকে বেরিয়ে আসতে হবে। আমরা সহাবস্থানের মাধ্যমে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাবো।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির হওয়ায় জামায়াত ও বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আশা করি, উভয় দলের নেতৃবৃন্দের দেয়া প্রতিশ্রুতি কর্মী রক্ষা করবে। এছাড়া চৌদ্দগ্রামের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নাগরিক আটক

টঙ্গীতে নির্মাণাধীন বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর

মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

ছুটি ছাড়া টানা ৮৭ দিনই কর্মস্থলে অনুপস্থিত পৌরসভার প্রকৌশলী

হাসিনার মাধ্যমে এদেশে ইসলাম বিরোধী শক্তি সৃষ্টি হয়েছিল

অপহরণের ৬ দিন পর ১২ লাখ টাকার মুক্তিপণে মুক্তি নুরুল ইসলাম

জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার কিল-ঘুষিতে চাচার মৃত্যু

মনে রাখবেন, দুনিয়ার মোহ-ই সকল অন্যায়ের কারণ: চরমোনাই পীর

বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুলের মোটরসাইকেল শোডাউন

ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক, বাম্পার ফলনের আশা