হোম > সারা দেশ > রাজশাহী

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ৬৪ লাখ টাকার চেক হস্তান্তর

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চুয়াডাঙ্গা সার্কেলের পক্ষ থেকে মঞ্জুরীকৃত চেক হস্তান্তর করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের সদস্যদের হাতে ৬৪ লাখ টাকার চেক তুলে দেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম তারিক উজ্জজামান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, 'মোটরসাইকেল চালক ও আরোহীদের আরো সচেতন হতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলাচল করতে হবে। অবৈধ ও ড্রাইভিং লাইসেন্স-বিহীন মোটরসাইকেল চালানো কোনোভাবেই কাম্য নয়। দক্ষ চালকের অভাবে এবং সাধারণ জনগণের অসচেতনতার কারণে সড়কে মূল্যবান জীবন ঝরে যাচ্ছে।

জেলা প্রশাসক উন্নত বিশ্বের সড়ক ব্যবস্থাপনার উদাহরণ টেনে বলেন, দুর্ঘটনা কমাতে চালক ও যাত্রী উভয়কেই সচেতন ও দক্ষ হতে হবে এবং দেশের জনগণকে সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে হবে'।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিআরটিয়ের সহকারী পরিচালক লিটন বিশ্বাস ও মোটরযান পরিদর্শক নাহিদ হাসান, চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ.কে.মঈন উদ্দীন মুক্তা, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মামুন উর রশীদ টনিক, বাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এম.জেনারেল, টিআই প্রশাসন আমিরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

বিআরটিএ সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ১২ জন নিহতের পরিবার এবং আহত ২ জনের পরিবারের সদস্যদের মধ্যে এই ৬৪ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

অর্থনৈতিক অঞ্চল স্থাপনে বেজার কাছে হস্তান্তর ১০৭ একর জমি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ কমরউদ্দিনের বাড়িতে হামলা

একমঞ্চে এসে বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার চাইলেন পাঁচ নেতা

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ

মিঠাপুকুরে র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামি আটক

গহীন পাহাড় থেকে অস্ত্রসহ ৩ পাচারকারী আটক

নোয়াখালীতে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

নকল ঔষুধ তৈরির কারখানার সন্ধান, ৫০ হাজার টাকা

বিএনপি ক্ষমতায় গেলে দেওয়া হবে ফ্যামিলি কার্ড

ধর্ষণ মামলার পলাতক আসামি ২৩ বছর পর গ্রেপ্তার