হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘খালেদা জিয়া সামনে থাকলেও বাবলাকে মারতাম’ অডিওতে বড় সাজ্জাদ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী বড় সাজ্জাদকে নিয়ে নতুন একটি অডিও আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে সম্প্রতি খুন হওয়া সরওয়ার হোসেন বাবলা হত্যা নিয়ে এক ব্যক্তির সঙ্গে আলাপচারিতায় সাজ্জাদ এমন দাবি করেন, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর নজর কাড়ছে।

অডিওতে শোনা যায়, বাবলা হত্যাকাণ্ড প্রসঙ্গে সাজ্জাদ বলেন, আমার ছেলেবেলে ডিটারমাইন্ড ছিল বলে কাজটা হয়েছে। ১০ লাখ, ২০ লাখ, ৪০–৫০ লাখ দিয়েও যে কাজ হয়নি, সেটা এমনিতেই হয়ে গেছে।

তিনি আরও বলেন, ‘বাবলার ঘাড় থেকে বের হয়ে গুলি এরশাদ উল্লাহর গায়ে লেগেছে। আমি তাকে মানা করেছিলাম।’

আলোচনার এক পর্যায়ে সাজ্জাদ তার সিদ্ধান্ত কতটা চূড়ান্ত ছিল, সেটি বোঝাতে বলেন, ‘ওই জায়গায় খালেদা জিয়া থাকলেও, তার সামনেই বাবলাকে মেরে ফেলা হতো।’

নতুন অডিওটি প্রকাশের পর স্থানীয় রাজনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর আগেও বাবলা হত্যাকে কেন্দ্র করে বড় সাজ্জাদের নাম উঠে এসেছে। তবে এবার প্রকাশিত অডিওতে তিনি নিজেই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বিভিন্ন তথ্য জানান বলে দাবি করছে স্থানীয়রা

চট্টগ্রাম জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অডিওটির বিষয়ে আমরা অবগত হয়েছি। এর সত্যতা যাচাই করা হচ্ছে। এটি যাচাই-বাছাই করে তদন্তে অন্তর্ভুক্ত করা হবে।

বাবলা হত্যার দায় স্বীকার করে যা বললেন সন্ত্রাসী বড় সাজ্জাদ

লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

‘নোয়াখালী বিভাগ চাই’ দাবিকে পূর্ণ সমর্থন করি: বুলু

একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন জনগণ মানবেন না: মঞ্জুরুল ইসলাম

গাজীপুরে জামায়াতের রুকন সম্মেলনে সাংগঠনিক গতিশীলতায় ঐক্যের অঙ্গীকার

হাফ ভাড়া না নিয়ে বিরোধে বরিশালে অর্ধশতাধিক বাস ভাঙচুর

চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনিকে গণসংবর্ধনা

ইলিয়াসকে খুঁজে বেড়ানো বুধুর স্বপ্ন মাথা গোঁজার ঠাঁই

জামালগঞ্জে ৯৫০ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ২ ‎

আগামী নির্বাচন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে: ডা. তাহের