হোম > সারা দেশ > বরিশাল

ভোলায় দুই স্টেডিয়াম, এক সুইমিংপুল উদ্বোধন

জেলা প্রতিনিধি, ভোলা

দ্বীপজেলা ভোলায় নবনির্মিত গজনবী স্টেডিয়াম, জেলা সুইমিংপুল ও চরফ্যাশন উপজেলায় একটি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন হল রুমে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে এসব উদ্বোধন করেন ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহামুদ সজীব ভূঁইয়া।

এ সময় ক্রীড়া উপদেষ্টা বলেন, দেশের মাদকাসক্ত ও খারাপ অভ্যাসের অভ্যস্ত যুব ও তরুণদের সভ্যতায় ফিরাতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা যুব ও তরুণদের অভ্যাসে পরিণত করতে হবে। শারীরিক স্বাভাবিক জীবন যাত্রার জন্য খেলাধুলা অত্যাবশ্যক। এজন্য ক্রীড়াকে লালন করতে হবে। সরকার যেসকল স্টেডিয়ামগুলো তৈরি করেছে তার সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, উপজেলা স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ২০১টি স্টেডিয়াম আমরা নির্মাণ করছি। ভোলার মিনি স্টেডিয়াম উন্নতমানের, প্রায় ১০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন। আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পলিসি, দেশের সব পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ বাস্তবায়ন করবো। অবকাঠামোর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে খেলাধুলার ইকোসিস্টেম বিল্ড করার জন্য দৃশ্যমান অগ্রগতি ১ বছরের বেশি সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেখাতে পেরেছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের পর থেকেই ক্রীড়া অবকাঠামো নির্মাণ, তার রক্ষণাবেক্ষণ এবং সংস্কার কাজ গুরুত্ব সহকারে করে যাচ্ছে। আবকামো হচ্ছে ক্রীড়া ক্ষেত্রকে শক্তিশালী করার প্রথম ধাপ। জাতীয় ক্রীড়া পরিষদ ন্যাশনাল স্টেডিয়ামকে খেলার উপযোগী করেছে। ন্যাশনাল স্টেডিয়ামে এখন আমরা জাতীয় উৎসবের মাধ্যমে খেলা দেখতে পাবো।

ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার মো. সাফাতুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ রাইসুল আলম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাও. মো. হারুনুর রশিদ, জেলা ক্রিকেট কোচার নজরুল হুদা গোফরানসহ ভোলার স্থানীয় রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ বাংলাদেশি আটক

হাসিনার ষড়যন্ত্রে খালেদা জিয়া হেনস্তার শিকার হয়েছেন: রাশেদ খান

দুই জুলাই যোদ্ধার নামে থানায় সন্ত্রাসী ইয়াছিনের মামলা, ভুলে ভরা এজাহার

গোবিন্দগঞ্জে মাদক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

শিশু সাবা হত্যাকারীদের কোনো ছাড় নয়: অ্যাটর্নি জেনারেল

নির্বাচনের আগে ফের অস্থিরতা তৈরির লক্ষে নড়েচড়ে বসেছে ইউপিডিএফ

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিভিন্ন স্থানে দোয়া

চরফ্যাশনে ২১২ প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে চলছে 'কমপ্লিট শাটডাউন'

আদালতপাড়ায় আর অন্যায় রায় হবে না: শিবির সভাপতি জাহিদুল ইসলাম

আবাসিক হোটেল, রেস্তোরাঁসহ ৭ প্রতিষ্ঠান সিলগালা