মনোনয়ন দেওয়ার দাবিতে
কুষ্টিয়া -২ (ভেড়ামারা- মিরপুর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ঘোষিত প্রার্থীর বিষয়টি পুনরায় বিবেচনার মাধ্যমে বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলাম কে মনোনয়ন দেওয়ার দাবিতে সোমবার বিকাল ৪টা ৩০মিনিটে ভেড়ামারা ও মিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে প্রায় ১২ কিলোমিটার বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করে।
বক্তব্য বলেন, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলাম কুষ্টিয়া-২ আসনের তিনবারের সংসদ সদস্য। তিনি দীর্ঘদিন জেলা বিএনপির সভাপতি দায়িত্ব পালন করেছেন। তার পরিবর্তে এখানে অন্য কাউকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না। তাই অবিলম্বে এই সিদ্ধান্ত পরিবর্তন করে জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলামকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু দাউদ।