হোম > সারা দেশ > রংপুর

কুড়িগ্রাম-২ আসনে এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আতিক মুজাহিদ

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন কুড়িগ্রাম-২ আসনের এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ।

কুড়িগ্রাম জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এনসিপির নেতৃবৃন্দের হাতে মনোনয়ন পত্র তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার দুপুর ১২ টায় আতিক মুজাহিদের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্য সচিব মাসুম মিয়া।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরাত-এ-খুদা, এনসিপির জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, হাফিজুর রহমান খান, রাজু আহমেদ রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ, জাতীয় নারী শক্তির জেলা আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, জাতীয় ছাত্র শক্তির জেলা শাখার সদস্য সচিব সাদিকুর রহমান প্রমুখ।

মনোনয়ন সংগ্রহ শেষে এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া বলেন, জুলাই অভূত্থানের শক্তি হিসেবে জনগণের কাছে আমরা যথেষ্ট সারা পাচ্ছি। মাঠে-ময়দানে শাপলা কলির ব্যাপক জনপ্রিয়তা লক্ষ্য করছি। আমরা প্রত্যাশা করছি একজন শিক্ষিত ও মার্জিত প্রার্থী হিসেবে আমাদের আতিক মুজাহিদকে জনগণ বেছে নেবে। স্বাধীনতার ৫৪ বছরেও তার মতো শিক্ষিত নেতৃত্ব কুড়িগ্রামে আসেনি। তারচেয়েও বড় কথা হচ্ছে তরুণ নেতৃত্ব হিসেবে কুড়িগ্রামবাসী তাকে যথেষ্ট সমর্থন জানাচ্ছে।

বাউফলে জামায়াতে যোগ দিলেন বিএনপির হেলাল মুন্সী

১৫০ আসনের প্রশ্নে যা বললেন মুফতি ফয়জুল করিম

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে শার্শায় বিএনপির আনন্দ মিছিল

দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপির সাবেক তিনবারের এমপি

কুমিল্লায় ১১টি আসনে ৮২ প্রার্থীর মনোনয়নপত্র বিতরণ

বড়পুকুরিয়ার কয়লা কমদামে বিক্রির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রংপুর-৪ আসনে এনসিপির আখতার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

ক্ষমতায় গেলে ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করবে জামায়াত

ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. মানিকের মনোনয়নপত্র সংগ্রহ

শ্রীপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ ঘর পুড়ে ছাই