হোম > সারা দেশ > ঢাকা

আবু সাঈদ-মুগ্ধদের আত্মত্যাগ বৃথা হতে দেয়া যাবে না: শামা ওবায়েদ

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

গত পনেরো বছরে আবু সাঈদ-মুগ্ধসহ বিএনপির আন্দোলনে যেসব নেতাকর্মী নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের সেই আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

সোমবার বিকেলে শরীয়তপুর পৌরসভা মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, আবু সাঈদ এবং মুগ্ধর মতো অসংখ্য তরুণ বুকে গুলি নিয়েছেন। অনেক পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, অসংখ্য মা তাদের সন্তানকে হারিয়েছেন। আমরা যদি এই আন্দোলনের ঐক্য ধরে রাখতে না পারি, তবে সেই আত্মত্যাগ ইতিহাসে হারিয়ে যাবে। তাই শরীয়তপুরসহ সারাদেশের মানুষের ঐক্য অটুট রাখতে হবে।

তিনি আরও বলেন, আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়েছেন, কিন্তু তার সহযোগীরা এখনও সক্রিয়। তারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা তৈরি করছে এবং বিরোধী রাজনৈতিক নেতাদের ওপর হামলা চালাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য একেএম নাসির উদ্দিন কালুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লা, সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, পৌরসভা বিএনপির সভাপতি লুৎফর রহমান ঢালীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

জনসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে শামা ওবায়েদ তার বক্তব্যে শেষবারের মতো আহ্বান জানিয়ে বলেন, “আমাদের সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য। সেই শক্তিকে ধরে রাখতে পারলেই গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব হবে এবং শহীদদের আত্মত্যাগ সার্থক হবে।”

বিপুল সংখ্যক ভারতীয় সিমকার্ডসহ যুবক আটক

রাজনৈতিক দল জান্নাতের টিকেট দিতে পারে না: এ্যানি

হিন্দুস নিউজের গুজব -‘পালিয়ে যাচ্ছে হিন্দু পরিবার’

পেকুয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সালাহউদ্দিন আহমদ

সেনাবাহিনীর অভিযানে ‘মেইড ইন ইন্ডিয়া’ লেখা পিস্তল উদ্ধার

নোভা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি আমার দেশ প্রতিনিধি নাহিদ

হবিগঞ্জ- ৪ আসনে শাম্মী আক্তারের সমর্থনে গণমিছিল

বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাকেরীনের মোটরসাইকেল শোডাউন

৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে কম্বলের গোডাউনের আগুন