হোম > সারা দেশ > ঢাকা

দেশে আর ফ্যাসিবাদ কায়েম করতে দেব না: মামুনুল হক

জেলা প্রতিনিধি, নরসিংদী

বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দেশ প্রেমিক ইসলামি জনতার যে ঐক্য আজ প্রতিষ্ঠিত হয়েছে তা আগামী নির্বাচনে প্রভাব পড়বে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে নরসিংদীর শিবপুর কলেজ মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আগামীর দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ আমরাই গড়ব। আন্দোলন সংগ্রাম করে এক ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছে। দেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না। যে আন্দোলন আমরা শুরু করেছি হয় আমাদের জীবন বিসর্জন যাবে, না হয় দেশ এবং জাতির বিজয় ছিনিয়ে আনব ইনশাআল্লাহ।

বাংলাদেশ খেলাফত মজলিশ শিবপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা খেলাফত মজলিশের সভাপতি আব্দুল বাছেদ কাসেমীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি রাকিবুল ইসলাম।

উদ্বোধন করেন বাংলাদেশ খেলাফত মজলিশের অভিভাবক পরিষদের চেয়ারম্যান আল্লামা ইসমাইল নূরপুরী।

শিবপুর উপজেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাও. আজিজুর রহমান হেলান, নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুন নূর।

সমাবেশে নরসিংদী -৩ আসনের এমপি প্রার্থী মুফতি রাকিবুল ইসলামের হাতে দলীয় প্রতীক রিকশা তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন প্রধান অতিথি মাওলানা মামুনুল হক।

গোপালগঞ্জে ৭ ইউপি মেম্বারের আ. লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা

গাজীপুরে অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

চলন্ত ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ

হবিগঞ্জ সদর হাসপাতালে চরম অনিয়ম

ধোবাউড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ক্ষমতা জিনিসটাই খারাপ, রাজনীতি আরো খারাপ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খানসামায় দোয়া মাহফিল

ঠাকুরগাঁও-৩ আসনে অসুস্থ বিএনপি প্রার্থীকে দেখতে যান জামায়াত প্রার্থী

রাজনগরের মৌলভীবাজার-৩ জামায়াত প্রার্থীর গণসংযোগ

নরসিংদীতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে প্রতিনিধি দল