হোম > সারা দেশ

শহীদের রক্তের প্রতি শ্রদ্ধাশীলরা গণভোটে ‘হ্যাঁ’তে রায় দিন

বগুড়ায় স্থানীয় সরকার উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের ভবিষ্যৎ রূপরেখা গণভোটের মাধ্যমে নির্ধারণ হবে। যারা জুলাই সনদ, নতুন বাংলাদেশ ও শহীদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল, তারা গণভোটে ‘হ্যাঁ’তে রায় দিন।

শনিবার বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ উপলক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ জয়ের মাধ্যমে জুলাই সনদ কার্যকর হবে।

রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শওকত রশীদ চৌধুরী। উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার শাহাদাত হোসেনসহ স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ বলেন, প্রতিটি বাড়িতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে লিফলেট, ভোটার মেলা, মিনি ম্যারাথন ও মশাল দৌড়ের আয়োজন করছে প্রশাসন। মতবিনিময় সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা গণভোটের বিষয়ে তাদের জনসচেতনতা বৃদ্ধি ও প্রচার কার্যক্রম তুলে ধরেন।

উপদেষ্টা বগুড়ার জলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ও শহীদদের করব জিয়ারত করেন।

তারেক রহমানের আগমন ঘিরে দাউদকান্দিতে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি

সাবেক চেয়ারম‍্যান ও আ.লীগ নেতা আটক

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে

কক্সবাজারে একাধিক মেগা প্রকল্প হলেও সুফল স্পষ্ট নয়

ধামরাইয়ের ঘটনায় ধর্ষণ নয় ছিনতাইয়ের মামলা, গ্রেপ্তার ৪

আ.লীগ নেতার কবর জিয়ারত করে প্রচারে জাপা প্রার্থী, তীব্র সমালোচনা

ফুয়াদের নির্বাচনি প্রচারে যুবদলের বাধা-মারধর, প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

ত্রিশালে শিক্ষক আয়ুব আলীর বিদায় সংবর্ধনা

পাটগ্রাম সীমান্তে মানবপাচারকারীসহ আটক ৩

মাদকসেবীদের হামলায় কলেজছাত্র নিহত, গ্রেপ্তার ৩