হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীমান্তে ভারতীয় ১ কোটি ২০ লাখ টাকার মালামাল জব্দ

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি, পোশাক ও গরু জব্দ করেছে বিজিবি, যার মূল্য ১ কোটি ২০ লাখ টাকার চেয়েও বেশি। শনিবার দুপুরে ৪ বিজিবি সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার ফুলগাজী-পরশুরাম ও চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্তবর্তী বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামল জব্দ করা হয়।

প্রেস ব্রিফিংয়ে ফেনীর ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, বিজিবি দীর্ঘদিন সুনামের সঙ্গে সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় সম্পদ সুরক্ষার দায়িত্ব পালন করে আসছে।

চলতি বছরেই ৩৭০ আসামিসহ সর্বমোট ৭০৯ কোটি ৯৪ লাখ ৫২ হাজার ২৬৪ টাকার চোরাচালান মালামাল আটক করা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ২০২টি গরু, ১ হাজার ২৮৬টি মহিষ, ২ হাজার ৫৬৯টি মোবাইল, ২ লাখ ৬ হাজার ১৩৯ ঘনফুট পাথর, ২১ হাজার ২৩৫ ঘনফুট বালু, ১১টি বালুর মেশিন, ১১ লাখ ৪৬ হাজার ৩১৮ কেজি চিনি, ১ লাখ ৫৩ হাজার ১২৯ কেজি জিরা, ৮২ হাজার ৭১০টি শাড়ি ও ৭ হাজার ৪১৯টি যানবাহন রয়েছে।

এছাড়া মাদকবিরোধী অভিযানে ৭৮ হাজার ২৫৪ বোতল মদ, ২৪ হাজার ৭৬৩ বোতল ফেনসিডিল, ২ লাখ ৮০ হাজার ১৪৪টি ইয়াবা, ৯ হাজার ৮৬ বিয়ার ক্যান ও ১৪ হাজার ৬৪৪ কেজি গাঁজা আটক করা হয়েছে। এসব অভিযানে মাদক পাচারে জড়িত বেশ কিছু চোরাচালানকারীকেও গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের ৯টি অস্ত্র ও ছয় রাউন্ড গুলি

জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে টালবাহানা ছাত্র-জনতা মানবে না

ভাঙ্গুড়ায় ছাত্রশিবিরের সীরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বড়াইগ্রামে গোডাউনে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য

প্রশ্নের সেট ‘পদ্মা’পেয়ে বারবার কাশি, আটক চাকরিপ্রার্থী কৃষ্ণকান্ত

আটক ৩১ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারত

নবাবগঞ্জে ৫ শিশু নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

মানবসম্পদ উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্যের বিকল্প নেই: পররাষ্ট্র উপদেষ্টা

জামায়াত ক্ষমতায় গেলে কাউকে চাঁদা দেওয়া লাগবে না: রুহুল আমিন

ভারতে পালিয়েও রক্ষা পেলেন না হত্যা মামলার আসামি

ভোলায় উচ্ছেদ অভিযানে হামলা ও পৌর ৩ গাড়িতে আগুন