হোম > সারা দেশ > রাজশাহী

পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে প্রার্থী হিসেবে পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুন্নাহার ভূঁইয়ার কাছ থেকে তিনি সহ তার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন জামায়াতের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, পাবনা জেলা নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি আবু সালেহ মো. আব্দুল্লাহ ও এস এম সোহেল, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক, আটঘরিয়া উপজেলা আমির মাওলানা নকিবুল্লাহ, ঈশ্বরদী পৌর আমির মাওলানা গোলাম আজম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মনোনয়ন ফরম সংগ্রহের পর অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিতে আগ্রহী হয়েছি। জনগণের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ঈশ্বরদী-আটঘরিয়ার সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে এই এলাকার উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো।

তিনি আরো বলেন, আসন্ন নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে জনগণ যোগ্য ও সৎ নেতৃত্বকে বেছে নেওয়ার সুযোগ পাবে। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন প্রত্যাশা করছি। তিনি প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বলেন, নির্বাচনের পূর্বেই অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, সেই সাথে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির ব্যবস্থা করতে হবে।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে কুমিল্লা থেকে ঢাকায় যাবে লক্ষাধিক নেতাকর্মী

বাউফলে জামায়াতে যোগ দিলেন বিএনপির হেলাল মুন্সী

১৫০ আসনের প্রশ্নে যা বললেন মুফতি ফয়জুল করিম

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে শার্শায় বিএনপির আনন্দ মিছিল

দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপির সাবেক তিনবারের এমপি

কুমিল্লায় ১১টি আসনে ৮২ প্রার্থীর মনোনয়নপত্র বিতরণ

বড়পুকুরিয়ার কয়লা কমদামে বিক্রির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রংপুর-৪ আসনে এনসিপির আখতার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

ক্ষমতায় গেলে ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করবে জামায়াত

ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. মানিকের মনোনয়নপত্র সংগ্রহ