ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল- ৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তার মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন ফুয়াদের নির্বাচনি প্রচারণা টিমের সমন্বয়ক ও বরিশাল জেলা ও মহানগরী কমিটির যুগ্ম আহ্বায়ক মেরিন প্রকৌশলী সুজন তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন নবনিযুক্ত উপজেলা নিবাহী কর্মকর্তা আসমা উল হুসনা, জেলা ও মহানগরী শাখার সদস্য সচিব প্রকৌশলী জি এম রাব্বী, মেরিন প্রকৌশলী আজাদ সজীব এবং রাজীব খান।