গাইবান্ধার গোবিন্দগঞ্জে শালমারা ইউনিয়নের জীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দরজার তালা কেটে ল্যাপটপ, প্রজেক্টর ও ফ্যানসহ কমপক্ষে ৩ লাখ টাকার বিভিন্ন সরঞ্জামাদি চুরি হয়েছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান জানান, সোমবার বিদ্যালয় ছুটি হওয়ার পর যথানিয়মে বিভিন্ন কক্ষের তালা লাগানোর পর কলাপসিবল গেইটেরও তালা লাগিয়ে শিক্ষকরা বাড়িতে যান। মঙ্গলবার সকালে বিদ্যালয়ে এসে দেখতে পাই- কলাপসিবল গেইটের তালাসহ অফিস কক্ষের তালা ভাঙা। পরে রুমের ভিতরে প্রবেশ করে দেখি অফিস কক্ষে থাকা একটি ডেল ব্র্যান্ডের ল্যাপটপ, দুইটি প্রজেক্টর, একটি ওয়াইফাই রাউটার, একটি রাইস কুকার, একটি টেবিল ফ্যান, একটি সিলিং ফ্যান, বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন শিক্ষা উপকরণসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি হয়ে গেছে। চুরি হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা বলেও তিনি জানান।
চুরির বিষয়ে জানতে চাইলে ওই ক্লাস্টারের দায়িত্বে থাকা গোবিন্দগঞ্জ সহকারী উপজেলা শিক্ষা অফিসার রিপন আলী আমার দেশকে বলেন, চুরির বিষয়টি শোনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষককে থানায় জিডি করার পরামর্শ দিয়েছি।