ময়মনসিংহের ত্রিশালে জুয়ার আসর থেকে ওয়ার্ড যুবলীগের সভাপতি উজ্জলকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ। এছাড়াও পৃথক অভিযান চালিয়ে নিয়মিত মামলার দুইজন ও একজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ।
ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানাজায়, সোমবার রাতে ত্রিশাল থানা পুলিশ অভিযান চালিয়ে পৌর শহরের কসাই বাড়ি এলাকায় জুয়ার আসর থেকে ৩নং ওয়ার্ড যুবলীগে সভাপতি উজ্জল মিয়া (৩৫) আটক করে। এসময় অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জামাদি পুড়িয়ে দেয় পুলিশ। এছাড়াও উপজেলার বৈলর এলাকা থেকে নিয়মিত মামলায় হাওয়া বেগম (২৪) ও আশরাফুল ইসলাম(২৮) ও কাঠাল বানিয়াধলা এলাকা থেকে সাজাপ্রাপ্ত সোহেল মিয়াকে আটক করে আদালতে প্রেরণ করে।
ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহামেদ জানান, ত্রিশাল থানা পুলিশের একাধিক টিম গত রাতে অভিযান চালিয়ে চারজনকে বিভিন্ন মামলায় আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে ওয়ার্ড যুবলীগ সভাপতি উজ্জল মিয়াকে গত ৪ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন হামলার মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আদালতে প্রেরণ করা হয়।