হোম > সারা দেশ > ঢাকা

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, আহত ৩

উপজেলা প্রতিনিধি, বালিয়াকান্দি (রাজবাড়ী)

ছবি: আমার দেশ।

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং ৩ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে নারুয়া হতে ভ্যান যোগে বালিয়াকান্দি বাজারে আসার পথে অবদার মোড় এলাকায় আসামাত্র পিছন থেকে মাহিন্দ্র সজোরে ধাক্কা দেয়। এসময় সদর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত গনি মন্ডলে ছেলে লুৎফর মন্ডল (৭০) ঘটনা স্থলে মারা যান এবং ৩ জন আহত হন।
আহত ৩ জনকে এলাকার লোকজন উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। দুই জনের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন নিশ্চিন্তপুর গ্রামের কিয়ামদ্দিনের ছেলে রুহুল সরদার (৬০), রহিম শেখের ছেলে নাদের শেখ (৭৫), সাদেক আলীর ছেলে আব্দুস সালাম সেখ (৫৫)কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বালিয়াকান্দি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা কর্মকর্তা ডাঃ ফারুক হোসেন জানান, সড়ক দূর্ঘটনায় একজনকে মৃত ও ৩ জনকে আহত অবস্থায় আনা হয়। দুই জনকে ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে নানা আয়োজনে বড়দিন উদযাপন

ভোলা-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

দিনাজপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

মৌলভীবাজার-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

অর্থাভাবে অনিশ্চিত মাছুমার ডাক্তার হওয়ার স্বপ্ন

বিজিবির হাতে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় জব্দ

চাঁদপুর-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ

বিএনপির প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে লড়বেন মিজান চৌধুরী

ঘাটাইল প্রেসক্লাবের দায়িত্বে খান ফজলু ও নজরুল

চট্টগ্রামে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি নেতাদের মনোনয়ন নেয়ার হিড়িক