হোম > সারা দেশ > বরিশাল

গণতন্ত্র শক্তিশালীকরণে পটুয়াখালীতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

পটুয়াখালীতে ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’—এই শ্লোগানকে সামনে রেখে গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের আওতায় সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত।

বুধবার দুপুরে সুজন—সুশাসনের জন্য নাগরিক, পটুয়াখালী জেলা কমিটির উদ্যোগে শহরের মল্লিকা রেস্তোরাঁ পার্টি সেন্টারে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ’ নাগরিক ভাবনা’ শিরোনামে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন সুজন পটুয়াখালী জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত।

বৈঠকে বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রোফেসর মোদাচ্ছের বিল্লাহ, সুজন বরিশাল অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ, সুজন বরিশাল মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, সুজন ভোলা জেলা কমিটির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, সুজন বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র শীল।

আলোচকরা দেশের বর্তমান প্রেক্ষাপটে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য নাগরিক সমাজের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় সচেতন নাগরিকের অংশগ্রহণ ও সংগঠিত উদ্যোগ অপরিহার্য।

বৈঠকে অংশগ্রহণকারীরা নির্বাচন ব্যবস্থা সংস্কার, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ জোরদারের লক্ষে ভবিষ্যতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

খুলনায় জুলাই যোদ্ধা আইনজীবীর বাড়িতে ককটেল হামলা

জমিয়ত ছেড়ে এবি পার্টিতে তালহা আলম, সুনামগঞ্জ-৩ আসনে নতুন চমক

কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

পাবনা-৩ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

নীলফামারী-২ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খানসামা মডেল প্রেসক্লাবের সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক জসিম

পুলিশের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে দেখে নেয়ার হুমকি

মাজারে পোড়া খিচুড়ি নিয়ে সংঘর্ষ, হোমিও ডাক্তারকে পিটিয়ে হত্যা

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ২০ নেতাকর্মী

ওসমান হাদীর জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা