ফরিদপুরের ভাঙ্গায় বিশেষ অভিযানে নিক্সন চৌধুরী আস্থাভাজন যুবলীগ নেতা আজাদ চোকদার ও উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন।
তিনি বলেন, উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মনপাড়ায় যৌথ বাহিনীর সমন্বয় অভিযানে আজাদ চোকদারকে ও হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ বাজার থেকে যুবলীগ নেতা উজ্জলকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনই নিক্সন চৌধুরীর আস্থাভাজন। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি বিরোধী উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে। তারা ভাঙ্গা থানার বিস্ফোরক মামলা ও সরকারি স্থাপনা ভাংচুর মামলার আসামি।