হোম > সারা দেশ > রাজশাহী

পাবনা-৩ আসনে বিএনপির তিন ভাইবোন তিন মেরুতে

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই পরিবারের ৩ ভাই-বোন ৩ মেরুতে অবস্থান করছে। এই তিন ভাই বোন হলেন চাটমোহর উপজেলা বিএনপির প্রয়াত নেতা হাজী আক্কাছ আলী মাস্টারের বড় ছেলে আলহাজ হাসানুল ইসলাম রাজা, তৃতীয় পুত্র মো. হাসাদুল ইসলাম হীরা এবং বড় মেয়ে অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক আলহাজ মো. হাসানুল ইসলাম রাজা। ইতোমধ্যে তিনি পাবনা-৩ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। ৫ আগস্টের পর প্রচারণার শুরুতে রাজা বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে নামেন। ইতোপূর্বে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন পাবনা-৩ আসনে। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে তিনি প্রচারণা শুরু করেন। একপর্যায়ে স্থানীয় প্রার্থীর জন্য মাঠে নামেন। স্থানীয় প্রার্থীর দাবিতে হাটে, মাঠে, গ্রামগঞ্জে, বাজারে, দোকানপাটে ক্যাম্পেইন শুরু করেন। তার রেকর্ডকৃত বক্তব্য পাবনা-৩ এলাকার সর্বত্র মাইকে প্রচার করা হয়। এ অবস্থায় কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহীনকে বিএনপির মনোনয়ন দেয়া হলে তিনি নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন।

এদিকে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক মেয়র মো. হাসাদুল ইসলাম হীরা দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় বিএনপি ঘোষিত সকল আন্দোলন সংগ্রাম চালিয়ে এসেছেন। স্থানীয় বিএনপির নেতাকর্মীকে সংগঠিত করতে তার বিশেষ ভূমিকা রয়েছে। আন্দোলন সংগ্রামের কারণে একাধিক মামলার শিকার হয়েছেন। করেছেন হাজতবাস। তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচার-প্রচারণা চালালেও কৃষিবিদ হাসান জাফির তুহীনকে দল মনোনয়ন দিলে তিনি স্থানীয় প্রার্থীর দাবিতে মশাল মিছিলসহ নানা আন্দোলন-সংগ্রাম শুরু করেছেন।

অপরদিকে আরিফা সুলতানা রুমা ৯০-এর দশক থেকে ঢাকায় প্রথমে ইডেন মহিলা কলেজ ছাত্রদল এবং পরে কেন্দ্রীয় ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। পরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য হিসেবে আন্দোলন সংগ্রাম করেছেন। ঢাকায় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দায়ের করা একাধিক মামলার আসামি হয়ে কারাবাস করেছেন। চাটমোহরের মেয়ে হিসেবে ইতোমধ্যে স্থানীয় রাজনীতিতেও তার একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দল কৃষিবিদ হাসান জাফির তুহীনকে মনোনয়ন দিলে রুমা তাকে সমর্থন দিয়ে ধানের শীষের পক্ষে পাবনা-৩ এলাকার সর্বত্র বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছেন।

তিন ভাই-বোন তিন মেরুতে অবস্থান করার কারণে স্থানীয় রাজনীতিতে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

পাবনা-৩ আসনে একই পরিবারের তিনজন ছাড়াও সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ কে এম আনোয়ারুল ইসলাম পাবনা-৩ আসন থেকে দুইবার বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনিও আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দল তাকে মনোনয়ন না দেয়ায় তিনি হাসাদুল ইসলাম হীরার সাথে যৌথভাবে কৃষিবিদ হাসান জাফির তুহীনের মনোনয়ন পরিবর্তন করে স্থানীয় প্রার্থীর দাবিতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। ফলে পাবনা-৩ এলাকায়, বিশেষ করে চাটমোহরে বিএনপির রাজনীতিতে প্রকাশ্যে দ্বিধাবিভক্তি লক্ষ করা গেছে। আনোয়ারুল-হীরা সম্প্রতি একাধিক মশাল মিছিল থেকে ঘোষণা দিয়েছেন, পাবনা-৩ আসনে প্রার্থী পরিবর্তন না হলে তাদের মধ্যে যে কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেবেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চাটমোহর, ভাঙ্গুড়া এবং ফরিদপুর উপজেলা মোট ৪ লাখ ৮১ হাজার ৯৬২ জন ভোটার রয়েছে। এর মধ্যে চাটমোহর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৮৪১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২৮ হাজার ৬৪৬ জন এবং মহিলা ১ লাখ ২৮ হাজার ১৯৫ জন।

ভাঙ্গুড়া উপজেলায় মোট ভোটার ১ লাখ ৮ হাজার ৭৭৮। এর মধ্যে পুরুষ ৫৪ হাজার ২৬২ জন ও মহিলা ভোটার ৫৪ হাজার ৫১৩ জন।

ফরিদপুর উপজেলায় মোট ভোটার ১ লাখ ১৬ হাজার ৩৪৩ জন। পুরুষ ৫৮ হাজার ১৮৩ জন ও মহিলা ৫৮ হাজার ১৫৬ জন। (অক্টোবর/২৫ পর্যন্ত)।

তবে পাবনা-৩ আসনে ধানের শীষের বিরুদ্ধে স্থানীয় কোনো প্রার্থী নির্বাচনে অংশ নিলে পাল্টে যেতে পারে সকল হিসাব-নিকাশ। সেক্ষেত্রে জামায়াত প্রার্থী অধ্যাপক মো. আলী আছগর মূল প্রতিদ্বন্দ্বিতায় চলে আসতে পারে বলে দায়িত্বশীল মহল মনে করছেন।

এদিকে নির্বাচনি তফসিল ঘোষণা করা হলে ভোটের মাঠ পরিবর্তিত হবার সম্ভাবনা দেখছেন দলীয় নেতাকর্মীরা।

তরুণ ফুটবলার মাসুমের অকাল মৃত্যুতে শোকাহত মোরেলগঞ্জবাসী

জামায়াতে ইসলামীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় নির্বাচনী মহিলা সমাবেশে অনুষ্ঠিত

নবাবগঞ্জে বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিপুল পরিমাণ ইয়াবাসহ ননদ–ভাবী আটক

ইউএনও-ওসিদের জবাবদিহির জন্য গণপার্লামেন্ট করবো: শিশির মনির

জামায়তের উদ্যোগে ৬ কিলোমিটার সংযোগ সড়ক পরিষ্কার

টঙ্গীতে আমবয়ানের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শাফি উদ্দিনের ইন্তেকাল

চাটমোহরে বিনাচাষে রসুন আবাদে ঝুঁকছেন কৃষক