হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে জামায়াতের রুকন সম্মেলনে সাংগঠনিক গতিশীলতায় ঐক্যের অঙ্গীকার

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন। জেলা জামায়াতের উদ্যোগে শনিবার চন্দনা চৌরাস্তা সাগর সৈকত কনভেনশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে দেশ গঠনে রুকনদের সক্রিয় ভূমিকা, আদর্শিক দৃঢ়তা এবং ঐক্যবদ্ধ সাংগঠনিক অগ্রযাত্রার ওপর গুরুত্বারোপ করা হয়। জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি শফি উদ্দিনের পরিচালনায় সম্মেলন সম্পন্ন হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মনজুরুল ইসলাম ভূইয়া। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ বিনির্মাণে ইসলামী মূল্যবোধ, ন্যায় ও জবাবদিহির ভিত্তিতে রুকনদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ইমান-দৃঢ়তা-নৈতিকতার ভিত্তিতে রুকনদের ঐক্যবদ্ধ থাকা এবং মাঠপর্যায়ে মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনকে আরও শক্তিশালী করে তোলাই হবে আগামীর প্রধান কাজ। আগামীর জাতীয় নির্বাচনে জনগণের আস্থা অর্জন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ায় অগ্রগতির জন্য রুকনদের ভূমিকা অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন।

সম্মেলনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির আবদুল হাকিম, জেলা সহকারী সেক্রেটারি আনিছুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, জেলা দফতর সম্পাদক মোহাম্মদ আলী, জেলা আইন সম্পাদক মোখলেসুর রহমান খান, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মুজাহিদুল ইসলাম, জেলা ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল জলিল আকন্দ, জেলা আইটি সম্পাদক নাজমুল ইসলামসহ বিভিন্ন থানা আমির ও দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, রুকনরা সংগঠনের মেরুদণ্ড, তাদের চরিত্র, আদর্শ, নিষ্ঠা এবং সাংগঠনিক দায়িত্বশীলতার ওপরই জামায়াতে ইসলামী অগ্রগতির পথ নির্ভর করে। তিনি বলেন, ন্যায়-সুশাসন-নৈতিকতার ভিত্তিতে সমাজ নির্মাণে রুকনদের কাজ করতে হবে জনগণের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে। তিনি রুকনদের ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের সেবা করার মাধ্যমে জনআস্থা আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

সম্মেলনে পুরো জেলার সাংগঠনিক কার্যক্রম, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আগামী দিনের কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করা হয়, রুকনরা নব উদ্যমে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

বাবলা হত্যার দায় স্বীকার করে যা বললেন সন্ত্রাসী বড় সাজ্জাদ

লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

‘খালেদা জিয়া সামনে থাকলেও বাবলাকে মারতাম’ অডিওতে বড় সাজ্জাদ

‘নোয়াখালী বিভাগ চাই’ দাবিকে পূর্ণ সমর্থন করি: বুলু

একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন জনগণ মানবেন না: মঞ্জুরুল ইসলাম

হাফ ভাড়া না নিয়ে বিরোধে বরিশালে অর্ধশতাধিক বাস ভাঙচুর

চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনিকে গণসংবর্ধনা

ইলিয়াসকে খুঁজে বেড়ানো বুধুর স্বপ্ন মাথা গোঁজার ঠাঁই

জামালগঞ্জে ৯৫০ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ২ ‎

আগামী নির্বাচন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে: ডা. তাহের