হোম > সারা দেশ > বরিশাল

যার ভোট তিনিই দেবেন, আমরা ভোটার-প্রার্থীদের নিরাপত্তা দেবো

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বরিশালের রেঞ্জ ডিআইজি

বরিশাল অফিস

বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ বলেছেন, একটা কথা পরিষ্কার জানিয়ে রাখি, দিনের ভোট দিনেই হবে, যার ভোট তিনিই দেবেন, ভোটাররা নিরাপত্তার সাথে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন এবং নিরাপত্তার সাথেই ভোট কেন্দ্র থেকে বাসায় ফিরবেন। পুলিশ প্রশাসন আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবেন। কাউকে একটুও ছাড় দেওয়া হবে না। সে যে ব্যক্তিই হোন যে দলেরই হোক না কেন। ব্যক্তি নিরাপত্তা ভোটারের নিরাপত্তা ও প্রার্থীর শতভাগ নিরাপত্তা দেওয়া হবে।

শুক্রবার বিকেল ৩টায় বরিশাল পুলিশ লাইন্সের গ্রাটিটিউট হল রুমে নবাগত প্রথম মহিলা পুলিশ সুপার ফারজানা ইসলামের আয়োজনে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিআইজি মঞ্জুর মোর্শেদ বলেন, আমরা সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে চালাতে চাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষে মাঠ পর্যায়ে পুলিশ প্রশাসন কাজ করছে। লেভেল পেলেইং মাঠ প্রস্তুত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরপেক্ষভাবে কাজ করছেন। কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্নের লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। আমরা পিছনের দিকে তাকাতে চাই না। আমরা চাই আমার দেশ আমরাই গড়বো, আমাদের দেশ আমরাই গড়বো। সবার আগে দেশ এই ব্রতকে সামনে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।

মিট দা প্রেস অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্নের লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। বিভাগজুড়ে ডেভিড হান্ট টু অপারেশন অব্যাহত আছে। যৌথ বাহিনী কাজ শুরু করবে। সকলের সহযোগিতায় অমরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হবো।

এ সময় বরিশাল মেট্রপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং বরিশালের বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

অপহৃত তিন রোহিঙ্গা নাগরিক উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

আমার দেশ সিরাজগঞ্জ প্রতিনিধির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

গোবিন্দগঞ্জে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় দুই শ্রমিক নিহত

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত তারাগঞ্জের নিম্ন আয়ের মানুষ

৪ মোটরসাইকেলসহ চোর চক্রের হোতা আটক

সিলেটের সীমান্তবর্তী মানুষের মধ্যে বিজিবির শীতবস্ত্র বিতরণ

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের গোলাগুলি, যুবক নিহত

মাদারীপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে আটক ২

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ