কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছুটিতে বাড়িতে এসে চাচাতো ভাইকে নৃশংসভাবে কামড়ে ও পিটিয়ে রক্তাক্ত করে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে আরিফুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। রোববার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত মোফাজ্জল হোসেন ওই গ্রামের ছফির উদ্দিনের ছেলে। অভিযুক্ত আরিফুল ইসলাম একই গ্রামের বীরমুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে শরীয়তপুর জেলা পুলিশে এএসআই হিসেবে কর্মরত।
এ ঘটনায় মোফাজ্জল হোসেনের বড় বোন সালমা আক্তার বাদী হয়ে সোমবার বিকেলে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে রোববার গভীর রাতে মোফাজ্জল হোসেনের ওপর অতর্কিত হামলা চালান আরিফুল ইসলাম। এ সময় মোফাজ্জলকে পিটিয়ে ও শরীরের বিভিন্ন স্থানে কামড়ে গুরুতর আহত করেন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পাঠায়।
আহত মোফাজ্জল হোসেনের অভিযোগ ‘চাকরিতে প্রবেশের পর থেকেই আরিফুল ও তার স্বজনরা এলাকায় আধিপত্য বিস্তার শুরু করেন। আমাকে মারার সময় সে বলে ‘আমি পুলিশ, মারলেও আমাদের কোনো বিচার নাই।’ আমি আমার ওপর এই মামলার জন্য প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার চাই।
অভিযুক্ত এএসআই আরিফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বলেন, ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।