হোম > সারা দেশ > রাজশাহী

‘সব দল দেখা শেষ এবার জামায়াতের বাংলাদেশ’

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, গত ৫৩ বছরে যারা আপনারা এ দেশ শাসন করেছেন। একদলের কৃতকর্মে জনগণ তাদের বিতাড়িত করেছে। আরেকটি দলের চাঁদাবাজির কারণে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তাই জনগণকে বলতে শোনা যাচ্ছে, ‘সব দল দেখা শেষ এবার জামায়াতের বাংলাদেশ।’ জনগণ আমাদের সুযোগ দিলে আমরা রাজা হবো না কাউকে প্রজা বানাবো না। আমরা সুযোগ পেলে দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। ইসলামের নীতি অনুযায়ী অমুসলিমরা সমান অধিকার পাবে।আমরা সুযোগ পেলে চাঁদাবাজ দখলবাজ দূর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ গড়বো।

শনিবার (২৫ অক্টোবর) দিনব্যাপী জেলা শিল্পকলা মিলনায়তনে জেলা জামায়াতের ষান্মাসিক রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, টালবাহানা না করে জুলাই বিপ্লবের আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। প্রশাসনকে দলীয়করণ মুক্ত করতে হবে। প্রশাসনে থেকে একটি দলের পক্ষে কাজ করবেন তা হবে না।

জেলা জামায়াতের আমির ও সিরাজগঞ্জ- ১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে রুকন সম্মেলনে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ- ৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শায়খ ড. আব্দুস সামাদ, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।

জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম, মাওলানা আব্দুস সালাম, সিরাজগঞ্জ পৌর ও উপজেলা জামায়াতের আমিরগণসহ জেলার পুরুষ মহিলাসহ সাড়ে সতেরশ রুকন (সদস্য) উপস্থিত ছিলেন। জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ- ২ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রভাষক জাহিদুল ইসলাম সম্মেলন সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

খাস জমিতে সেনা ক্যাম্প স্থাপনে বাধা দিচ্ছে ইউপিডিএফ, নীরব সরকার

ওরা এখন কাকে বলবে রুটি-সস এনে দাও

গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

অন্তত ২৭ পদ দখল: বিএনপি নয়, এ যেন আ.লীগের কমিটি

তুচ্ছ ঘটনা নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক

জুলাই আন্দোলনে গলায় স্প্লিন্টারে আহত সালাউদ্দিনের মৃত্যু

‘মঞ্চে ছাত্রলীগ-জামায়াত’-নিয়ে সারজিসকে প্রশ্ন, বাগ্বিতণ্ডা-হট্টগোল

রগকাটার অভিযোগ প্রথম আলো-ডেইলি স্টারের অপপ্রচার: শিবির সেক্রেটারি

শাপলা প্রতীক আমরা অবশ্যই পাবো: সারজিস আলম

চার জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি