হোম > সারা দেশ > ময়মনসিংহ

সেই প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট শুরু, বিএনপি নেতার হুমকি

আমার দেশে সংবাদ প্রকাশ

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ নিচু থাকায় মাটি ভরাট করে উঁচু করে মাঠটি শিক্ষার্থীদের খেলাধুলার উপযোগী করে তোলার জন্য টিআর প্রকল্পের আওতায় দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু কাজ না করেই প্রকল্পের পুরো টাকা তুলে আত্মসাৎ করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জোবেদা নাহার ও নিগুয়ারী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হেলাল উদ্দিন আরিফ রব্বানী।

এ নিয়ে বুধবার (২৯ অক্টোবর) আমার দেশ পত্রিকার ১২ পৃষ্ঠার ‘সারাদেশ’ পাতায় “স্কুলের মাঠ উন্নয়ন না করেই টাকা আত্মসাতের অভিযোগ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এছাড়াও মঙ্গলবার পত্রিকাটির অনলাইন ভার্সনে “কাজ না করেই প্রাথমিক বিদ্যালয়ের মাঠ উন্নয়নে বরাদ্দের টাকা আত্মসাৎ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

এর পরই টনক নড়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং ওই সহকারী শিক্ষা অফিসারের। সংবাদ প্রকাশের পর তড়িঘড়ি করে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের ওই সাধুয়া বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাটি ভরাট শুরু হয়।

স্থানীয়রা বলেন, ‘‘আমার দেশ’-এ সংবাদ প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে। এরপর তড়িঘড়ি করে বিদ্যালয় মাঠে মাটি ফেলতে শুরু করে।’’

প্রসঙ্গত, উপজেলার নিগুয়ারী ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্র জানায়, গত ২০২৪-২৫ অর্থবছরে নিগুয়ারী ইউনিয়ন পরিষদ প্রশাসক (সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার) হেলাল উদ্দিন আরিফ রব্বানী সাধুয়া বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য দুই লাখ টাকা বরাদ্দ দেন।

এরপর বিদ্যালয় মাঠের মাটি ভরাট প্রকল্পের সভাপতি করা হয় ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জোবেদা নাহারকে।

গেল জুন মাসে প্রকল্প ক্লোজ হয়। তারপর আরও ৪ মাস অতিবাহিত হলেও কোনো কাজ না করেই সমুদয় টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ইউনিয়ন পরিষদ প্রশাসক।

তবে কাগজে-কলমে কাজ হয়েছে দেখিয়ে বরাদ্দের পুরো দুই লাখ টাকা আত্মসাৎ করেন তারা।

এদিকে নিগুয়ারী ইউনিয়নের বাসিন্দা সাদেক মীরসহ আরও কয়েকজন জানান, বিদ্যালয় মাঠ উন্নয়নে বরাদ্দ টাকা আত্মসাতের ঘটনায় ‘আমার দেশ’-এ প্রকাশিত প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।

এরপর ইউনিয়ন বিএনপি নেতা নাজিম উদ্দিন লালু ও ইউনিয়ন পরিষদ প্রশাসক ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার হেলাল উদ্দিন আরিফ রব্বানী বিভিন্ন লোক দিয়ে তাদের গালাগাল করাচ্ছেন।

নিউজ ফেসবুক থেকে ডিলিট না করলে তাদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন।

এছাড়াও এলাকায় লালু মেম্বার নিজে কয়েকটি মোটরসাইকেল নিয়ে ঘুরছেন এবং প্রকাশ্যে গালাগাল করছেন। এ অবস্থায় তারা কিছুটা শঙ্কিত।

জাকসু চাকসু ও রাকসু নির্বাচনে বিজয়ী চৌদ্দগ্রামের কৃতী সন্তানদের সংবর্ধনা ‍

ইউনূসের অবস্থা হাসিনার চেয়েও খারাপ হবে: ড. রেদোয়ান

নোবিপ্রবিতে এক বছরেও হয়নি ছাত্রলীগের বিচার

শিবগঞ্জে অটোরিকশা-ট্রাক্টরের সংঘর্ষে চালক নিহত, শিশু আহত

রামুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

টেকনাফে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১৯

২২ বছর পরিত্যক্ত ঘোষণা ঝুঁকি নিয়ে চিকিৎসাসেবা

মুখ থুবড়ে পড়েছে সীতাকুণ্ড পৌরসভার নাগরিকসেবা

কুতুবদিয়া ডাকঘরে পাঁচ বছর ধরে বন্ধ ৬ সেবা

মাছ উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেল কেশবপুর